এশিয়া কাপ আয়োজনের নতুন প্রস্তাব পাকিস্তানের

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড রাজী না হওয়ায় পাকিস্তানের দেওয়া 'হাইব্রিড মডেলে' এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব এক প্রকার বাতিল হওয়ার পথে। তাতে এশিয়া কাপ বাতিল হওয়ার শঙ্কায় পড়েছে। তবে এরমধ্যেই নতুন আরও একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। যেখানে এশিয়া কাপ আয়োজিত হবে দুই ভাগে।

মূলত পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতায় এবার এশিয়া কাপ আয়োজন নিয়ে বেশ জটিলতায় পড়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তানে যেতে চায় না ভারত। অন্যদিকে নিজেদের দেশে এ আসরটি আয়োজন করতে মরিয়া পাকিস্তান।

তবে নিজেদের সিদ্ধান্তে কিছুটা শিথিল হয়েছে পাকিস্তান। শুরুতে কেবল ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল তারা। এবার আসরের প্রথম চারটি ম্যাচ নিজেদের দেশের আয়োজন করার পর বাকি সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার প্রস্তাব দিয়েছে তারা। প্রথম ধাপের চারটি ম্যাচে ভারত ছাড়া খেলবে বাকি পাঁচ দেশই। 

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন প্রস্তাবের বিষয়টি তুলে ধরেন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি, 'হাইব্রিড মডেল হলো একটি সমঝোতা এবং আমরা এর জন্য প্রস্তুত। আমরা এশিয়া কাপ দুই পর্বে আয়োজনের প্রস্তাব দিয়েছি। গ্রুপ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এরপর, আমরা সবাই একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে যাব। ফাইনাল সহ বাকি ম্যাচ হবে সেখানে।'

তবে পাকিস্তানি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, নিরপক্ষে ভেন্যু হিসেবে সংযুক্তি আরব আমিরাতকেই বেছে নিচ্ছে পাকিস্তান। যদিও এর আগে এ দুই দেশে খেলার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে তাদের আপত্তি মানছে না। কারণ গত বছর ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতেই হয়েছে এশিয়া কাপ। এর আগে ২০১৮ সালে ১৫-২৮ সেপ্টেম্বর ওয়ানডে সংস্করণে মাঠে গড়িয়েছিল আসরটি। এমনকি ২০২০ সালে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হয়েছিল আইপিএলও।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

3h ago