জয়ের নেতৃত্বে শ্রীলঙ্কায় বাংলাদেশ ইমার্জিং দল

বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারত রয়েছে বাংলাদেশ জাতীয় দল। এর মাঝেই মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দলও। মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে আজই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে ১৮ সদস্যের দলটি।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ উদীয়মান দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড
মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, প্রীতম কুমার, আকবর আলী, রকিবুল হাসান, নাঈম আহমেদ, মুসফিক হাসান, রিপন মন্ডল, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, রিশাদ হোসেন, হাসান মুরাদ, আইচ মোল্লা ও নাহিদ রানা।
Comments