গুনাথিলাকার নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা

ভারত বিশ্বকাপ শুরুর আগেই এক অস্ট্রেলিয়ান নারীর আনা যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুস্কা গুনাথিলাকা। এবার উঠে গেল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) দেওয়া নিষেধাজ্ঞাও। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধাই থাকল না ৩২ বছর বয়সী এই লঙ্কান ক্রিকেটারের।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গুনাথিলাকার নিষেধাজ্ঞা থেকে মুক্তির খবর জানিয়েছে লঙ্কান ক্রিকেট। একটি স্বতন্ত্র তদন্ত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। গত বছরের নভেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জানায়, 'সতর্কতার সঙ্গে সবকিছু পর্যালোচনার পর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক সিসিরা রত্নায়েকের নেতৃত্বে তদন্ত প্যানেল, মিঃ নিরোশানা পেরেরা, আইনজীবী আসেলা রেকাওয়া অ্যাটর্নি, সর্বসম্মতিক্রমে তার ক্রিকেট নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার সুপারিশ করেছেন, তাকে নিয়মিত ক্রিকেট কার্যক্রম পুনরায় শুরু করতে এবং জাতীয় দলের দায়িত্বে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন।'
মূল ঘটনাটি ঘটেছিল গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। সে সময় লঙ্কান দলে ছিলেন গুনাথিলাকা। একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই অস্ট্রেলিয়ান নারী। তখন দুই জনের মধ্যে সম্পর্ক ভালোই ছিল। কিন্তু পরে গুনাথিলাকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন সেই নারী। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়।
সেই অভিযোগে টুর্নামেন্ট শেষে লঙ্কান দল দেশে ফেরার আগে হায়াত রিজেন্সিতে সিডনি পুলিশ গ্রেপ্তার করে গুনাথিলাকাকে। তবে আদালতে শুনানির পর, তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির তিনটি মামলা খারিজ করে দেওয়া হয় গত মে'তে। বাকি একটি অভিযোগে থেকেও নির্দোষ বলে রায় দিয়েছে আদালত।
Comments