আগামী বিগ ব্যাশে খেলবেন না রশিদ
আগামী বিগ ব্যাশে খেলবেন না রশিদ
বিগ ব্যাশে প্রায় প্রতি মৌসুমেই নিয়মিত মুখ আফগানিস্তানের রশিদ খান। তবে আগামী মৌসুমে এই লেগ স্পিনারকে খেলতে দেখা যাবে না। পিঠের চোটের কারণে তাকে যেতে হচ্ছে অস্ত্রোপচার টেবিলে।
বিগ ব্যাশে রশিদের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স বিবৃতিতে রশিদের নাম সরিয়ে নেওয়ার খবর দিয়েছে, ‘ছোট একটি অস্ত্রোপচারের কারণে আগামী বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান।’
স্ট্রাইকার্স ম্যানেজার রশিদকে না পাওয়ার খবরে জানিয়েছেন আক্ষেপ, ‘রশিদ আমাদের খুবই প্রিয় একজন, আমাদের ভক্তদের কাছেও সে প্রিয়। সাত বছর ধরে সে স্ট্রাইকার্সে খেলছে। এই গ্রীষ্মে আমরা সবাই তাকে মিস করব। রশিদ বিগ ব্যাশ খেলতে ভালোবাসে কিন্তু তাকে চোটের জন্য চিকিৎসা করাতে হবে। আমরা তার পাশে আছি।’
বিশ্বকাপ দারুণ কেটেছে রশিদ ও আফগানিস্তানের। চার ম্যাচ জিতে তারা সেমিফাইনালের আশাও তৈরি করেছিলে এক পর্যায়ে। ১১ উইকেট নিয়ে দলের সাফল্যে অবদান রাখেন রশিদ।
২০১৭ সাল থেকে বিগ ব্যাশ খেলছেন রশিদ। ৬৯ ম্যাচ খেলে আসরটিতে তার আছে ৯৮ উইকেট।
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার নভেম্বর ২৩, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার নভেম্বর ২৩, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন
বিগ ব্যাশে প্রায় প্রতি মৌসুমেই নিয়মিত মুখ আফগানিস্তানের রশিদ খান। তবে আগামী মৌসুমে এই লেগ স্পিনারকে খেলতে দেখা যাবে না। পিঠের চোটের কারণে তাকে যেতে হচ্ছে অস্ত্রোপচার টেবিলে।
বিগ ব্যাশে রশিদের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স বিবৃতিতে রশিদের নাম সরিয়ে নেওয়ার খবর দিয়েছে, 'ছোট একটি অস্ত্রোপচারের কারণে আগামী বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান।'
স্ট্রাইকার্স ম্যানেজার রশিদকে না পাওয়ার খবরে জানিয়েছেন আক্ষেপ, 'রশিদ আমাদের খুবই প্রিয় একজন, আমাদের ভক্তদের কাছেও সে প্রিয়। সাত বছর ধরে সে স্ট্রাইকার্সে খেলছে। এই গ্রীষ্মে আমরা সবাই তাকে মিস করব। রশিদ বিগ ব্যাশ খেলতে ভালোবাসে কিন্তু তাকে চোটের জন্য চিকিৎসা করাতে হবে। আমরা তার পাশে আছি।'
বিশ্বকাপ দারুণ কেটেছে রশিদ ও আফগানিস্তানের। চার ম্যাচ জিতে তারা সেমিফাইনালের আশাও তৈরি করেছিলে এক পর্যায়ে। ১১ উইকেট নিয়ে দলের সাফল্যে অবদান রাখেন রশিদ।
২০১৭ সাল থেকে বিগ ব্যাশ খেলছেন রশিদ। ৬৯ ম্যাচ খেলে আসরটিতে তার আছে ৯৮ উইকেট।
Comments