মুশফিকের আউট খেলার ফ্লোতে হয়ে গেছে, বললেন মিরাজ
প্রথম ইনিংসে বড় পুঁজি না পেলেও কিউইদের পাঁচ উইকেট তুলে নেওয়ায় লিড নেওয়ার বড় সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে তাই চালকের আসনে বাংলাদেশই। কিন্তু তারপরও সব আলোচনা ওই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের আউট নিয়ে। সতীর্থ মেহেদী হাসান মিরাজ বললেন, খেলার 'ফ্লো'তে এমনটা করে ফেলেছেন মুশফিক।
মিরপুর চিরাচরিত স্পিনবান্ধব উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ সংগ্রাম করছিল বাংলাদেশ। ৪৭ রানেই হারায় প্রথম সারির চার উইকেট। পরে তরুণ শাহাদাত হোসেন দিপুর সঙ্গে দলের হাল ধরেন মুশফিক। ৫৭ রানের জুটিও গড়েছিলেন এ দুই ব্যাটার। কিন্তু এরপর হুট করেই তালগোল পাকিয়ে ফেলেন মুশফিক।
কাইল জেমিসনের বল রক্ষণ করে হাত দিয়ে বল আটকে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউট হয়ে যান দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার। টেস্ট ইতিহাসেই এর আগে এমনটা হয়েছে মাত্র সাতবার। বাংলাদেশে তো প্রথমই। মুশফিকের এমন কাণ্ডে হতবাক সবাই।
ম্যাচশেষে অবশ্য মুশফিকের এই কাণ্ডের একটি ব্যাখ্যা দিলেন মিরাজ, 'এটাতো ইচ্ছাকৃত হয় না। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। জিনিসটা হয় কি, তিনি তো ইচ্ছাকৃত করেন নাই, কেউ তো জেনেশুনে আউট হয় না। খেলার সিচুয়েশনে ব্যাকআপ মাইন্ডে অনেক কিছু থাকে। ফ্লোতে চলে গেছে । আমার কাছে যেটা মনে হয়। খেলে ফ্লো'তে চলে গিয়েছে।'
ম্যাচের ওই সময় মুশফিকের ব্রেনফেড হয়ে গিয়েছিল কি-না জানতে চাইলে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউটও টেনে আনেন এই অলরাউন্ডার, 'একটা জিনিস দেখেন বিশ্বকাপে আমরা একটি টাইমড আউট পেয়েছি। ওইখানে কিন্তু টাইমড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যান। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো আপনি দেখেন এটা তো ফ্লোতে হয়ে গেছে।'
মুহূর্তের ব্যবধানে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় মুশফিক এমনটা করেছেন দাবি করে আরও বলেন, 'দেখেন ব্যাটসম্যান যখন খেলেন আমি যখন ব্যাটিংয়ে শট খেলি, উইকেটে যখন বল আসবে তখন ডিসিশন নিতে হয় কি করতে হবে। এটা ইচ্ছা করে করা হয়নি। সেটা করা হলে তো ব্যাটটারের জন্য কঠিন, আউট হয়ে যাবে।'
Comments