প্রস্তুতি ম্যাচে বর্ষণের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আত্মবিশ্বাস বাড়ানো জয় পেয়েছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
পেসার রোহানাত দৌলাহ বর্ষণের হ্যাটট্রিকসহ চার উইকেটের নেওয়ার ঝলকে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা আগে ব্যাট করে ভালোভাবেই এগুচ্ছিল অজিরা। এক পর্যায়ে তাদের স্কোর ছিলো ৩ উইকেটে ১৩৭ রান। এরপরই হ্যাটট্রিক করে বসেন বর্ষণ। তার ঝলকে ১৬৫ রানে থামে অস্ট্রেলিয়া। রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।
প্রিটোরিয়ায় আরেক ম্যাচে অধিনায়ক উদয় শাহরানের ফিফটিতে শ্রীলঙ্কার ২০৯ রান টপকে ৭ উইকেটে জিতেছে ভারত। অধিনায়ক অস্কার জ্যাকসনের সেঞ্চুরিতে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। আরেক ম্যাচে হামজা শেখের ফিফটিতে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ৯ রানে হারায় ইংল্যান্ড।
আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
Comments