বাংলাদেশে অস্থিরতা: বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নজরে আছে আইসিসির। বিকল্প আয়োজক হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে চোখ রাখা হচ্ছে। এদেশে বিশ্বকাপ আয়োজন করা না গেলে ভারত ও শ্রীলঙ্কা কম সময়ের নির্দেশে তা করতে সক্ষম।
ICC logo

অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। তবে দেশজুড়ে চলমান সহিংসতা, অরাজকতা ও ক্ষমতার পালাবদলে সৃষ্ট অনিশ্চিত পরিস্থিতি বিবেচনায় বিকল্পের কথা ভাবনায় রয়েছে আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের বাইরে বিশ্বকাপ আয়োজনের পথও খোলা রাখছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নজরে আছে আইসিসির। বিকল্প আয়োজক হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে চোখ রাখা হচ্ছে। এদেশে বিশ্বকাপ আয়োজন করা না গেলে ভারত ও শ্রীলঙ্কা কম সময়ের নির্দেশে তা করতে সক্ষম। তবে পাকিস্তানের মেয়েদের ভারতে যাওয়া নিয়ে পড়তে হবে বিপাকে। তাদের প্রতিবেশী দেশে পা রাখতে ভিসাজনিত ইস্যু মোকাবেলা করতে হবে। শ্রীলঙ্কার ক্ষেত্রে অক্টোবরের বৃষ্টি আইসিসিকে ভাবাচ্ছে।

২০২৪ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। নবম এই আসরের জন্য বাংলাদেশের দুটি স্টেডিয়ামকে বরাদ্দ করেছে বিসিবি। শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বাছাই করা হয়েছে। ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে মেয়েদের ক্রিকেটের বৈশ্বিক এই আসর।

বর্তমান বাংলাদেশকে নিয়ে আইসিসির এক কর্মকর্তার বিবৃতি সোমবার প্রকাশ করা হয়েছে, 'আইসিসি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের নিজস্ব স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে। সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।

Comments

The Daily Star  | English

Dengue claimed at least 20 lives over last 12 days

The dengue outbreak is becoming deadlier as at least 5,200 people were hospitalised and 20 died of the mosquito-borne disease in the first 12 days of this month.

58m ago