প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তিন তারকাকে বিশ্রাম দিল ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও আবার জাতীয় দলের খেলায় থাকছেন না আন্দ্রে রাসেল। তার সঙ্গে বিশ্রাম পাচ্ছেন জেসন হোল্ডার আর আলজারি জোসেফও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিনজনকে ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এর ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানিয়েছেন, এই তিনজনই বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন। তাদের চাওয়া মেনে নেওয়া হয়েছে।
গত জুনে ঘরের মাঠে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন রাসেল। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার দুনিয়া ঘুরে খেলেন ফ্র্যাঞ্চাইজি লিগ। সাম্প্রতিক সময়ে তিনি ব্যস্ত ছিলেন দ্য হানড্রেডের আসরে।
বিশ্বকাপে সহ-অধিনায়ক থাকা জোসেফ এই সিরিজে বিশ্রাম নেওয়ায় সহ-অধিনায়কত্ব পেয়েছেন রোস্টন চেজ। এই সিরিজে চোটের কারণে থাকতে পারছেন না ওপেনার ব্র্যান্ডন কিং।
শুক্রবার থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টেস্ট সিরিজ প্রোটিয়ারা জিতে নেয় ১-০ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, ফাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শেই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
Comments