ভেজা আউটফিল্ডে বিলম্বিত টস
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বাগড়া দিয়েছে বিরূপ প্রকৃতি। আগের রাত ও ভোরের বৃষ্টিতে মাঠে জমে আছে পানি। ভেজা মাঠে তাই নির্ধারিত সময়ে হয়নি টস।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় খেলা শুরুর কথা ছিলো। কিন্তু মাঠ ভেজা থাকায় অপেক্ষা বাড়ছে ম্যাচ শুরুর। মাঠকর্মীরা মাঠ খেলার উপযুক্ত করলে আম্পায়াররা পর্যবেক্ষণ করে নতুন সময় জানিয়ে দেবেন।
পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশের ১১টা) আরেকদফা করা হবে পর্যবেক্ষণের পরও আম্পায়াররা সন্তুষ্ট হননি। দুপুর ১২টায় হবে পরের পর্যবেক্ষণ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
Comments