ব্যাটিং খানিকটা হতাশাজনক ছিল: তাসকিন

তবে বোলারদের পারফরম্যান্সে খুশি তাসকিন

সকালে দিনের শুরুটা কি দারুণভাবেই না করল টাইগাররা। ৩৭ রানের মধ্যেই ভারতের শেষ চার উইকেট তুলে নেয় দলটি। যেখানে ছিলেন দুই সেট ব্যাটার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। কিন্তু এরপর ব্যাটারদের ব্যর্থতায় উল্টো বড় চাপে পড়ে যায় বাংলাদেশ। ফলে দ্বিতীয় দিন শেষেই হার দেখছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়েছে ভারত। বাংলাদেশকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করেছে তারা। এর আগে বাংলাদেশকে মাত্র ১৪৯ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। প্রথম ইনিংস তারা থেমেছিল ৩৭৬ রানে।

সব ছাপিয়ে আলোচনায় বাংলাদেশের বিভীষিকাময় ব্যাটিং। স্বাভাবিকভাবেই ব্যাটারদের কাঠগড়ায় তুললেন পেসার তাসকিন আহমেদ, 'ব্যাটিং খানিকটা হতাশাজনক ছিল। উইকেটে পেসারদের জন্য সুবিধা ছিল। সেখানে আমরা অনেকটা ভালো করেছি। হ্যাঁ, সবকিছু মিলিয়ে ব্যাটিং বেশ হতাশাজনক ছিল। এর চেয়ে আমরা আরও ভালো করতে পারতাম।'

ব্যাটিংয়ে বাংলাদেশ শিবিরে শুরু থেকেই তোপ দাগান জাসপ্রিত বুমরাহ। সঙ্গে মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ উইকেটে সেট হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩২ রানে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট ছুঁড়ে আসেন দেড় যুগ ধরে ক্রিকেট খেলতে থাকা সাকিব। মিরাজ এক প্রান্ত ধরে রাখলেও সঙ্গীর অভাবে গুটিয়ে যায় দলটি।

ব্যাটারদের এমন পারফরম্যান্স দুশ্চিন্তার বিষয় বলে মনে করেন এই পেসার, 'অবশ্যই এটা আসলে ব্যাটাররা এবং ব্যাটিং কোচ- সবাই কনসার্ন হওয়ারই কথা। হয়তো এটা নিয়ে হয়তো কাজও করতেছে। সবারই স্ট্রং জোন, উইকনেস থাকে। ইন্টারন্যাশন্যাল লেভেলে আসলে সবারই ইম্প্রুভমেন্টের কোনো শেষ থাকে না। যার যেটা উইকনেস আছে- সেটা ঠিক না করলে সারভাইভ না করলে টিকে থাকা ডিফিকাল্ট।'

তবে বোলারদের পারফরম্যান্সে খুশি তাসকিন, 'গতকাল আমরা অনেক ভালো শুরু করেছিলাম। শেষদিকে জাদেজা আর অশ্বিন ভালো ব্যাট করেছে। তাদের বিপক্ষে আমরা ভালো বল করত পারি নাই। পাশাপাশি তারা ভালো ব্যাটিং করেছে। আজকে সকালে ভালো একটা সেশন ছিল আমাদের জন্য। তাদেরকে ৩৭ রানে আটকে দিছি, চারটা উইকেট নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা ভালো বল করেছি।'

'কিন্তু সবকিছু মিলিয়ে ভালো ছিল না কারণ ব্যাটিং গতকালের চেয়ে বেশি সুবিধা ছিল আজ। আমরা সত্যিই ভালো বোলিং করেছি। দল হিসেবে আমরা সবাই হতাশ ব্যাটিং নিয়ে। উইকেটে সুবিধা ছিল, অবশ্যই আমাদের আরও ভালো করা উচিত ছিল,' যোগ করেন তাসকিন।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

2h ago