লেভানদভস্কি, রাফিনহা, কেসি ও ক্রিস্টিয়ানসেনকে নিবন্ধন করাল বার্সা

চতুর্থ 'ইকোনমিক লেভার' কার্যকরের মাধ্যমে খুলে গিয়েছিল সম্ভাবনার দুয়ার। লা লিগা অনুমোদন দেওয়ায় তা রূপ নিল বাস্তবে।
ছবি: টুইটার

চতুর্থ 'ইকোনমিক লেভার' কার্যকরের মাধ্যমে খুলে গিয়েছিল সম্ভাবনার দুয়ার। লা লিগা অনুমোদন দেওয়ায় তা রূপ নিল বাস্তবে। নানা নাটকীয়তার পর চলমান গ্রীষ্মকালীন দলবদলে নতুন কেনা খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারল বার্সেলোনা। রবার্ত লেভানদভস্কি, রাফিনহা, ফ্রাঙ্ক কেসি ও আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। জুলস কুন্দের নিবন্ধন বাকি থাকলেও সেটা হয়ে যাবে শিগগিরই।

বার্সেলোনার নতুন চার ফুটবলারের নিবন্ধনের বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টা আগে অরফাস মিডিয়ার কাছে বার্সা স্টুডিওর ২৪.৫ শতাংশ বিক্রি করে ক্লাবটি আয় করে ১০০ মিলিয়ন ইউরো। একে অভিহিত করা হচ্ছে চতুর্থ 'ইকোনমিক লেভার' হিসেবে। ১০০ মিলিয়ন ইউরো আয়ের খাতে যোগ হওয়ায় লেভানদভস্কি, রাফিনহা, কেসি ও ক্রিস্টিয়ানসেনকে নিবন্ধন করাতে সক্ষম হয়েছে কাতালানরা। এছাড়া, চুক্তি নবায়ন করা ওসমান দেম্বেলে ও সার্জি রবার্তোর নিবন্ধন প্রক্রিয়াও সফল হয়েছে।

লা লিগার ২০২২-২৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে বার্সা মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর। ক্যাম্প ন্যুতে খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। নিবন্ধিত খেলোয়াড়রা এই ম্যাচে মাঠে নামার জন্য বিবেচিত হলেও ফরাসি ডিফেন্ডার কুন্দেকে থাকতে হচ্ছে অপেক্ষায়। তাছাড়া, চোট থেকে তার পুরোপুরি সেরে ওঠার ব্যাপারও আছে। গত মাসে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে সেভিয়া থেকে দলে টেনেছে বার্সেলোনা।

নিবন্ধিত খেলোয়াড়দের ইতোমধ্যে জার্সি নম্বর দিয়েছে বার্সা। চেলসি থেকে আসা ডেনিশ ডিফেন্ডার ক্রিস্টিয়ানসেন পেয়েছেন ১৫ নম্বর জার্সি। এসি মিলান থেকে যোগ দেওয়া আইভরিয়ান মিডফিল্ডার কেসির জুটেছে ১৯ নম্বর জার্সি। অনেক জল্পনা-কল্পনার পর বায়ার্ন মিউনিখ থেকে নাম লেখানো পোলিশ স্ট্রাইকার লেভানদভস্কিকে ৯ নম্বর জার্সি দেওয়ার কথা আগেই জানিয়েছিল বার্সেলোনা। লিডস ইউনাইটেড থেকে পাড়ি জমানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা খেলবেন ২২ নম্বর জার্সি গায়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, কুন্দেকে নিবন্ধন করানো বার্সার জন্য কেবল সময়ের ব্যাপার। স্কোয়াডের খেলোয়াড়দের জন্য লা লিগার বেঁধে দেওয়া মোট বেতনের সীমা থেকে কুন্দের বেতনের সমপরিমাণ অর্থ ফাঁকা হলেই তিনি নিবন্ধিত হতে পারবেন। আর সেটা সম্ভব হবে অন্য কোনো ফুটবলারের ক্লাব ছাড়ার মাধ্যমে। সেই তালিকায় আছেন মেম্ফিস ডিপাই, পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ফ্রেঙ্কি ডি ইয়ং।

উল্লেখ্য, আরও নতুন ফুটবলার দলে ভেড়ানোর পথে রয়েছে বার্সেলোনা। চেলসি থেকে স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলন্সোর আসা প্রায় নিশ্চিত। এছাড়া, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভাকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

1h ago