সে এখন নিশ্চয়ই অনুতপ্ত: এমবাপেকে নিয়ে পেরেজ

রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় চূড়ান্ত থাকলেও শেষ মুহূর্তে মত বদলে পিএসজির সঙ্গে চুক্তি বাড়ান কিলিয়ান এমবাপে।
florentino perez & mbappe
ফাইল ছবি

রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় চূড়ান্ত থাকলেও শেষ মুহূর্তে মত বদলে পিএসজির সঙ্গে চুক্তি বাড়ান কিলিয়ান এমবাপে। এতে স্প্যানিশ লা লিগার ক্লাবটির কর্তাব্যক্তি থেকে শুরু করে সমর্থকরা খেয়েছিলেন জোর ধাক্কা। তবে কয়েক দিনের ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর এমবাপেকে তাদের জন্য বিস্মৃত নাম বলেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। এবার এক ভক্তের কথার জবাবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকে নিয়ে রসিকতাও করলেন রিয়ালের সভাপতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, রিয়ালের এক ভক্ত পেরেজকে উদ্দেশ্য করে বলছেন, 'সভাপতি, এমবাপেকে (দলে) আনবেন না।' তখন তিনি হাসিমুখে যে উত্তর দিয়েছেন, সেটা শুনলে অবশ্য এমবাপের খুশি হওয়ার কথা না, 'সে এখন নিশ্চয়ই অনুতপ্ত।'

গত ২১ মে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন এমবাপে। পার্ক দে প্রিন্সেসের দলটিতে তিনি থাকবেন আগামী ২০২৫ সাল পর্যন্ত। অথচ এর আগে লম্বা সময় ধরে তার রিয়ালে নাম লেখানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। নিজের সিদ্ধান্তের কথা এমবাপে জানিয়েছিলেন এভাবে, 'আমি পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নিয়ে আমি অবশ্যই খুশি। আমার বিশ্বাস, এই ক্লাবে আমি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠব। আমাদের দলটি সেরা হতে মরিয়া।'

পাকা কথা দিয়েও এমবাপের রিয়ালে যোগ না দেওয়ায় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাবটির মর্যাদায় লেগেছিল চোট। তবে সেটা ভুলে যেতে একদমই সময় লাগেনি তাদের। গত ২৮ মে এমবাপের শহর প্যারিসেই লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। এরপর এক সাক্ষাৎকারে পেরেজ বলেছিলেন, 'রিয়াল মাদ্রিদ সব সময়ই সেরা খেলোয়াড়কে পেতে চায়। কিন্তু এখন এমবাপে আমাদের কাছে একটি ভুলে যাওয়া নাম।'

এমন সময়ে ভিডিও ক্লিপটি ফুটবল বিশ্বের নজর কেড়েছে, যখন পিএসজিতে এমবাপে স্বাচ্ছন্দ্যে আছেন কিনা, সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। নতুন মৌসুম মাঠে গড়ানোর শুরুতেই তার ও নেইমারের মধ্যকার বিবাদ প্রায় প্রকাশ্যে চলে এসেছে। গত শনিবার রাতে লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে একটি স্পট-কিককে কেন্দ্র করে তর্কে জড়িয়েছিলেন দুজন। পরিস্থিতি ঠাণ্ডা করতে ইতোমধ্যে তাদের সঙ্গে বৈঠকও করেছেন পিএসজির ক্রিস্তফ গালতিয়ে ও ক্রীড়া পরামর্শক লুইস কাম্পোস। সেখানে ইতিবাচক সমাধান এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

Comments

The Daily Star  | English

If polls spoiled from outside, people will impose sanctions: PM

Prime Minister Sheikh Hasina has said if the election is spoiled from outside the country, people of Bangladesh will impose sanctions

4h ago
X