কৃষ্ণাদের ডলার পাওয়া না গেলে ক্ষতিপূরণ দেবে বাফুফে

সাফ চ্যাম্পিয়ন হয়ে নেপাল থেকে দেশে ফেরার পথে দুই ফুটবলারের ডলার খোয়া যাওয়ার ঘটনায় হতাশা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে এরমধ্যে তারা আইনি ব্যবস্থাও নিয়েছে।
Mahfuza Akhter Kiron
মাহফুজা আক্তার কিরন। ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়ন হয়ে নেপাল থেকে দেশে ফেরার পথে দুই ফুটবলারের ডলার খোয়া যাওয়ার ঘটনায় হতাশা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে এরমধ্যে তারা আইনি ব্যবস্থাও নিয়েছে। খোয়া যাওয়া ডলার পাওনা না গেলে বাফুফের পক্ষ থেকে তা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নারী শাখার প্রধান মাহফুজা আক্তার কিরণ। 

প্রথমবারের মতো ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে বুধবার দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে বিপুল সংবর্ধনায় বাফুফেতে ফেরার পর জানা যায় কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ চুরির ঘটনা। দুজনের লাগেজ থেকে মোট ১৩০০ মার্কিন ডলার লাপাত্তা হয়ে যায়।

বৃহস্পতিবার এই ব্যাপারে সংবাদ সম্মেলন করে মাহফুজা জানিয়েছেন দ্রুতই ব্যবস্থা নিয়েছেন তারা, 'কৃষ্ণা রানি সরকার। তার ছিল ৯০০ ডলার। শামসুন্নাহার সিনিয়র তার ছিল ৪০০ ডলার। আমরা যখনই জানতে পারলাম টাকাগুলো তারা পাচ্ছে না, তাদের ব্যাগের তালা খোলা ছিল। সঙ্গে সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও জানানো হয়েছে, সিভিল এভিয়েশনকেও জানানো হয়েছে। বিমানবন্দর ও মতিঝিল থানাতেও জিডির জন্য লোক পাঠিয়ে দিয়েছি। উনারা আজকের ভেতরে পরিষ্কার করবেন।'

'এটা খুবই হতাশার। এরকম একটা ঘটনা অবশ্যই প্রত্যাশিত না। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন।'

 বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আলাদা একটা কাভার্ড ভ্যানে করে মেয়েদের লাগেজ নিয়ে আসা হয়। ওই গাড়ির পেছনে ছিল বাফুফের দুটি, ছিল পুলিশ পাহারা। বাফুফেতে নিয়ে আসার পরও সেখানে সিসিটিভির আওতাধীন রাখা হয়েছিল, 'বাফুফের সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে। সবচেয়ে বড় কথা এয়ারপোর্ট থেকে লাগেজগুলো আনার পর পুলিশ পাহারায় ছিল। লাগেজের যে কাভার্ড ভ্যান তার পেছনে আমাদের বাফুফেরও দুটি গাড়ি ছিল। ওখানে যতরকক নিরাপত্তা ব্যবস্থা করা যায় সেটা করেই কিন্তু আমরা বাফুফে ভবনে এনেছি। বাফুফে ভবনে যেখানে রাখা ছিল সেখানে সিসিটিভি আছে। সেখানে এরকম কিছু পাইনি।'

বাফুফের সিসিটিভি ফুটেজের চুরির তথ্য মেলেনি। সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে সিসিটিভিতে তারাও কিছু পায়নি। মাহফুজা জানান বাংলাদেশে আসার আগে নেপালে কিছু হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা।

তবে কোন কারণে খোয়া যাওয়া ডলার না পাওয়া গেলে কৃষ্ণাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে, 'অবশ্যই ওরা বাচ্চা মেয়ে। ওদের জন্য এটা অনেক টাকা। এটা না পাওয়া গেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেব। এটা তাদের দেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Explosions in Myanmar as ship spotted in Naf river

People in the border area said they heard sounds of multiple explosions intermittently from last night to Friday afternoon. However, between 3:00pm and 4:00pm today, there were more than 10 loud explosions

30m ago