ইন্টারের উল্লাসে মেসির 'লাইক', নাখোশ বার্সা সমর্থকরা
ন্যু ক্যাম্প থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরেছে নেরারুজ্জিরা। তাতে পয়েন্ট তো বটেই হেড টু হেডেও বার্সেলোনা থেকে এগিয়ে রয়েছে ইন্টার মিলান। কোনোমতে আর একটি জয়ই তাদের পৌঁছে দেবে নকআউট পর্বে। স্বাভাবিকভাবেই উল্লাসটা যেন একটি বেশিই ইতালিয়ান ক্লাবটির। তবে তাদের উল্লাসে যোগ দিয়েছেন দুই দশকেরও বেশি সময় বার্সায় খেলা লিওনেল মেসিও!
বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ার সে ম্যাচের ছবি সামাজিক মাধ্যমে আপলোড দিয়েছেন প্রায় সব ইন্টার খেলোয়াড়রাই। সে তালিকায় আছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় লাউতারো মার্তিনেজও। আর আপলোড করা সে ছবিতেই 'লাইক' দিয়েছেন মেসি। তাতেই অসন্তুষ্ট বার্সেলোনার সমর্থকরা।
বুধবার রাতে ৩-৩ গোলে ড্র হওয়া সে ম্যাচে একটি অ্যাসিস্টের সঙ্গে একটি গোলও দিয়েছেন লাউতারো। যে গোলটি কি-না আবার এসেছে প্রায় দুই মাস ব্যবধানে আট ম্যাচ পর। গোল খরা থেকে ফিরে আসায় দারুণ উচ্ছ্বসিত এ তারকা। তেমনি দারুণ উচ্ছ্বসিত তার আর্জেন্টাইন সতীর্থরাও। বিশ্বকাপের আগে তার আত্মবিশ্বাস ফিরে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আলবিসেলেস্তাদের জন্য।
তাই লাউতারোর উল্লাসের ছবিতে 'লাইক' দিয়েছেন প্রায় সব আর্জেন্টাইন খেলোয়াড়ই। সে তালিকায় ছিলেন আর্জেন্টাইন অধিনায়কও। কিন্তু বিষয়টি ভালো চোখে দেখছেন না কাতালান সমর্থকরা। অনেকেই সে ছবির কমেন্ট সেকশনেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলছেন সেই ছবিতে লাইক দিয়ে সাবেক ক্লাবকে অসম্মানিত করেছেন মেসি।
তবে সতীর্থের গোলের উদযাপনে নিজেকে সামিল করায় মেসির পাশেও রয়েছেন অনেক সমর্থক। কাতার বিশ্বকাপের আগে বিষয়টিকে খুব স্বাভাবিক হিসেবেই মানছেন তারা। তবে ম্যাচের শেষ দিকে করা লাউতারোর গোল ও অ্যাসিস্টই আরও একবার ইউরোপা লিগের দিকে ঠেলে দিয়েছে বার্সেলোনাকে।
এদিকে ফুটবল মহলে জোর গুঞ্জন রয়েছে, পিএসজির পাট চুকিয়ে আগামী মৌসুমে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরমধ্যেই পিএসজি কর্তৃপক্ষ কর্তৃক চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও সরাসরি না বলে দেননি, বিষয়টি ঝুলিয়ে রেখেছেন বিশ্বকাপ পর্যন্ত। অর্থাৎ বিশ্বকাপ শেষে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
Comments