এটা সম্পূর্ণ মিথ্যা: পিএসজি ছাড়তে চাওয়া প্রসঙ্গে এমবাপে

বেশ কিছু দিন ধরেই ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন পিএসজি ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমই নিজেদের বিশ্বস্ত সূত্রের বরাতে এ সংবাদ প্রকাশ করে ফলাও করে। এ বিষয়ে এতো চুপ থাকলেও এবার মুখ খুলেছেন এমবাপে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন এ ফরাসি তরুণ।
রোববার রাতে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে মার্শেইর বিপক্ষে ১-ও গোলে জয় পেয়েছে পিএসজি। দলের হয়ে তাদের একমাত্র গোলটি করেছেন নেইমার। তবে এই গোলটির যোগানদাতা এমবাপে। প্রথমার্ধের যোগ করা সময়ে করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
সংবাদ অনুযায়ী, পিএসজিতে নিজেকে 'প্রতারিত' বোধ করছেন এমবাপে। রিয়াল মাদ্রিদে প্রত্যাখ্যান করে পিএসজিতে চুক্তি নবায়নের সময় ক্লাবটি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তা মানা হচ্ছে না বলে অনুভব করছেন এ তরুণ। ক্লাবের সঙ্গে তাই সম্পর্কের অবনতি হয়েছে তার। যে কারণে ক্লাব ছাড়তে এতই মরিয়া হয়ে উঠেছেন যে দরকার হলে অর্থ ফেরত দিতেও তৈরি তিনি!
ম্যাচ শেষে এ সকল বিষয় অস্বীকার করে এমবাপে বলেন, 'আমি জানুয়ারিতে দল ছাড়ার কথা বলিনি। এটা সম্পূর্ণ মিথ্যা।' পিএসজির উপর অসন্তুষ্টির কথাও অস্বীকার করেন এ তরুণ, 'আমি ক্লাবে উপর অসন্তুষ্ট নই, এটা সত্য না। যা বলে হচ্ছে তা সত্য না।'
এর আগে ঘরের চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচ শেষে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরও, 'আমি এই বিষয়ে (এমবাপের দল ছাড়তে চাওয়ার বিষয়) মন্তব্য করতে পারি না। একটি গুজব থেকে আমরা এটাকে সংবাদ এমনকি প্রায় একটি বিবৃতিতে পরিণত করেছি।'
অনেক নাটকের পর গত মে'তে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপে। অথচ তখন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ ছিল রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি। হুট করেই পাশা বদলে থেকে যান ফরাসি ক্লাবেই। কিন্তু নতুন মৌসুমের অর্ধেক না যেতেই উঠল এ নতুন গুঞ্জন।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা দাবি করে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই দল ছাড়তে চান এমবাপে। তবে আগামী গ্রীষ্মে তাকে ছেড়ে দিতে রাজী হয়েছে পিএসজি। সংবাদ অনুযায়ী, রাজি হলেও বেশ কঠিন এক শর্ত চাপিয়ে দিতে পারে ক্লাব কর্তৃপক্ষ। মূলত রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় বাঁধ সাধতে পারে তারা।
Comments