নেইমারের নৈপুণ্যে জয় পেল মেসিহীন পিএসজি

গোড়ালির চোটে পড়ায় স্কোয়াডে ছিলেন না দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অবশ্য তার অভাবটা টের পেতে দিলেন না নেইমার। একটি গোল করলেন। আরেকটি করালেন। তাতেই লোরিওঁর বিপক্ষে স্বস্তির জয় মিলেছে পিএসজির।

রোববার স্তাদে ইয়াভেস অ্যালাইনমেন্তে লিগ ওয়ানের ম্যাচে লোরিওঁর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের প্রায় শুরুতে নেইমারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে টেরেম মোফির গোলে সমতা টানে লোরিওঁ। তবে শেষ দিকে জয়সূচক গোলটি করে দানিলো পেরেইরা।

এদিন যথারীতি মাঝমাঠের প্রাধান্য বিস্তার করে খেলে পিএসজি। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে দারুণ কিছু আক্রমণ সানায় দলটি। ১৫টি শট নেয়, যার ৮টি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষ গোলরক্ষক ভিতো মানোয়ানের দারুণ দক্ষতায় কেবল দুটি গোল মিলেছে। অন্যদিকে ৯টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখেন লোরিওঁ।

তবে এ জয়ে লিগে এখনও অপরাজিত রইল পিএসজি। ১৪ ম্যাচে ১২টি জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে দলটি। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লোরিওঁ।

এদিন ম্যাচের নবম মিনিটে নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় পিএসজি। মেসির জায়গায় খেলতে নামা হুগো একিতিকের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষক ও এক ডিফেন্ডারকে কাটিয়ে আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ এক শট নিয়ে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান।

৫৩তম মিনিটে সমতায় ফেরে লোরিওঁ। এঞ্জো লি ফির থ্রু পাস ধরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত এক জোরালো কোণাকোণি শটে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমাকে পরাস্ত করেন মোফি। ৮১তম মিনিটে জয় সূচক গোলটি আসে দানিলোর হেড থেকে। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে দারুণ হেডে বল জালে পাঠান এ পর্তুগিজ ডিফেন্ডার।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago