নেইমারের ‘লাল কার্ড’ নিয়ে যা বললেন পিএসজি কোচ

নেইমার জুনিয়রের ফুটবলীয় দক্ষতাকে প্রশ্নবিদ্ধ না করা গেলেও তার মাঠের কিছু অভ্যাস প্রায়ই হয় সমালোচিত। পেনাল্টির জন্য প্রতিপক্ষের বক্সে 'ভুয়া ডাইভ' দিয়ে থাকেন ব্রাজিল তারকা, এমনটা বলে থাকেন অনেকেই। স্ত্রাসবুর্গের বিপক্ষে সেই অভিযোগকেই সত্যতা দিলেন নেইমার, প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কোনো সংস্পর্শ ছাড়াই মাটিতে লুটিয়ে পড়ে দেখলেন লাল কার্ড। তবু ম্যাচশেষে তাকেই সমর্থন করলেন কোচ ক্রিস্তোফ গালতিয়ে।
বুধবার রাতে লিগ ওয়ানের খেলায় স্ত্রাসবুর্গের বিপক্ষে অনেক ঘাম ঝরিয়ে জয় তুলে নেয় পিএসজি। ম্যাচটি নেইমারের জন্য ছিল বেশ হতাশার। ৬১ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় আদ্রিয়েন থমাসনের মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেন তিনি। পরের মিনিটে স্ত্রাসবুর্গ বক্সে পেনাল্টি পেতে ভুয়া ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় প্রতিপক্ষের কোনো ফুটবলার তাকে স্পর্শ না করলেও ইচ্ছা করেই মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল ফরোয়ার্ড।
রেফারির চোখ এড়ায়নি সেটা, ফলে লাল কার্ডের শাস্তি বরণ করতে হয় তাকে। ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে তর্কেও জড়ান তিনি। ম্যাচটিতে নেইমারকেও ছয়বার ফাউল করে স্ত্রাসবুর্গ খেলোয়াড়রা, কিন্তু সেগুলোকে লাল কার্ড দেখানোর জন্য যথেষ্ট বলে মনে করেননি রেফারি। নেইমারের 'ভুয়া ডাইভ' নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রসঙ্গ টানেন গালতিয়ের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ৫৬ বছর বয়সী এই কোচ বলেন, 'আমি (নেইমারের) ভান করার ব্যাপারটি বুঝতে পেরেছি। আমি (সেই মুহূর্তের) ছবিগুলো দেখেছি ও সেখানে ভান করা হয়েছিল। হলুদ কার্ড প্রাপ্য ছিল (এমন আচরণে)। কিন্তু আমার কাছে মনে হয়েছে তাকে প্রথম হলুদ কার্ড দেখানোটা তবুও অনেক গুরুতর ব্যাপার ছিল, যে পরিমাণ ফাউল নেইমারকে করা হয়েছে সেই তুলনায়, সেগুলো কোন ছোটোখাট ফাউল ছিল না।'
কার্ড দেখানোর পর নেইমারের আচরণের ব্যাখায় গালতিয়ে বলেন, 'আমি বুঝতে পারছি (খেলোয়াড়দের মধ্যে) হতাশা ও রাগ বিরাজ করছিল। আমি একটা কঠিন ম্যাচই আশা করেছিলাম। স্ত্রাসবুর্গ প্রস্তুত ছিল। (ম্যাচে) অনেক প্রভাব ছিল (তাদের)। তারা এমনই দল যারা ভালো খেলে ও অনেক শক্তি প্রয়োগ করে থাকে। আমার আফসোস হচ্ছে কয়েকবার আমার খেলোয়াড়দের ওপর (প্রতিপক্ষের এই)বাড়তি নিবেদনকে (ফাউল) গুরুত্ব সহকারে বিবেচনা (তাদের শাস্তি প্রদান) করা হয়নি। যেটা নেইমারের জন্য হতাশায় পরিণত হয়েছিল।'
Comments