এমন এক বছর যা কখনই ভুলতে পারব না: মেসি

লিওনেল মেসির জীবনে ২০২২ সালের মতো স্মরণীয় বছর কি আর এসেছিল? নিঃসন্দেহে না। যে স্বপ্নের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, সেটা ধরা দিয়েছে এই বছর। আর্জেন্টিনার হয়ে জয় করেছেন বিশ্বকাপ। খুব স্বাভাবিকভাবেই বছরটি নিয়ে আবেগময় বার্তা ঝরেছে তার কণ্ঠ থেকে।
বছরের শেষ দিকে এসে আনন্দে উদ্বেল হয়েছেন মেসি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বছরের শেষ দিনে এসে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রাপ্তির কথা স্মরণ করেন মেসি। ইন্সটাগ্রাম পোস্টে পরিবারের সঙ্গে ছবি দিয়ে জানান ২০২২ সালের কথা। তবে নিজের অর্জনের পেছনে ঘনিষ্ঠজনদের অবদান বড় করে দেখছেন তিনি, 'এটা এমন এক বছর যা কখনই ভুলতে পারব না। যে স্বপ্নের পেছনে তাড়া করছিলাম তা সত্যি হয়েছে। তবে এটার কোন মূল্যই থাকত না যদি না চমৎকার পরিবারের সঙ্গে ভাগ করে নিতে না পারতাম। কাছের মানুষ, বন্ধু যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছে। ভেঙে পড়তে দেয়নি।'
বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ভালোবাসা জানিয়েছেন তাদের ভক্ত, সমর্থকদের প্রতিও, 'যারা আমাকে অনুসরণ করে, সমর্থন করে তাদের একটি বিশেষ স্মৃতিতে রাখতে চাই। আপনাদের সবার সঙ্গে যাত্রাপথ ভাগ করতে পারা অবিশ্বাস্য ব্যাপার। আমার দেশের সব মানুষের কাছ থেকে, প্যারিস, বার্সেলোনা যেখান থেকে ভালোবাসা পেয়েছি, উৎসাহ পেয়েছে…তাদের ছাড়া এই জায়গায় পৌঁছানো অসম্ভব হতো।'
'আশা করছি ২০২৩ সাল সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি।'
Comments