শিরোপা জেতার বিশ্বাস তৈরি হচ্ছে ইউনাইটেডের, বললেন টেন হাগ

দশ বছর আগে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এই শিরোপায় হাত রাখতে পারেনি তারা। তবে এরিক টেন হাগের অধীনে চলতি মৌসুমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে রেড ডেভিলরা, লিগে শেষ চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে তারা। ডাচ কোচের মতে এখনও শিরোপার দৌঁড়ে আসতে না পারলেও সময়ের সঙ্গে এই বিশ্বাস তৈরি হচ্ছে ইউনাইটেডের।

১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইপিএল পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে ম্যানইউ। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসল ইউনাইটেড। ১৬ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। তবে ১৭ ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে রেড ডেভিলদের পয়েন্ট ব্যবধান নয়। ফলে শিরোপা জিততে হলে মৌসুমের বাকি অংশে তাদের সামর্থ্যের সবটুকু যে ঢেলে দিতে হবে সেটা জানা আছে টেন হাগের।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। এই জয়ে তারা শিরোপার দৌঁড়ে পৌঁছে গেছে কিনা এমন প্রশ্নে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেন, 'এটা অনেক বড় একটা পদক্ষেপ। না, (এখনও শিরোপার দৌড়ে আসতে পারিনি আমরা) কিন্তু এই বিশ্বাসটা তৈরি হচ্ছে এবং এটা একটা ভালো ইঙ্গিত। সব খেলাতেই আমাদের শতভাগ চেষ্টা ও মনোযোগ দিতে হবে ও আপনি যদি এই মানসিকতা ধরে রাখতে পারেন এটা (শিরোপা জয়) সম্ভব।'

মৌসুমের খুব বেশি সময় যে পার হয়ে যায়নি সেটাও মনে করিয়ে দেন টেন হাগ, 'আমরা খুব বেশি দূর যাইনি, এখন কেবল জানুয়ারি, অর্ধেক মৌসুমও পার হয়নি। এভারটনের বিপক্ষে পরবর্তী খেলা দ্রুত এসে পড়বে, সুতরাং আমরা ২৪ ঘণ্টা উপভোগ করবো এরপর সামনে এগিয়ে যাব।'

আগামী শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের খেলায় এভারটনকে আতিথেয়তা দেবে ম্যানইউ। অন্যদিকে লিগের খেলায় তারা মাঠে নামবে আগামী শনিবার (১৪ জানুয়ারি)। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির বিপক্ষে সেদিন ঘরের মাঠে লড়বে হাগের শিষ্যরা।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

1h ago