ম্যানসিটির ট্রেবল জয়ের স্বপ্নে জল ঢালতে চায় ইউনাইটেড

ফুটবলের জনক দেশ ইংল্যান্ড। সেই দেশের ফুটবল ইতিহাসে মাত্র একবারই ট্রেবল জয়ের রেকর্ড রয়েছে। আর সেটা করেছে দেশটির অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার তাদের সেই কৃতিত্বে ভাগ বসানোর কাছাকাছিই রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। কিন্তু এমনটা হতে দিতে রাজী নন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সিটির ট্রেবল জয়ের প্রত্যাশা ভেঙে দিতে বদ্ধপরিকর তিনি।
সোমবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমি-ফাইনালে ব্রাইটনকে টাই-ব্রেকারে ৭-৬ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। আর ফাইনালে পৌঁছেই সিটির ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে দেওয়ার হুঙ্কার দেন টেন হাগ।
প্রিমিয়ার লিগে এবার শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়েছিল আর্সেনাল। তবে গত কয়েক ম্যাচে তাদের বিবর্ণ পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ সামনে আসে সিটির। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে তারা। ফাইনালে উঠেছে এফএ কাপেও। তাতেই নতুন মাইলফলকের সামনে ক্লাবটি।
আগামী ৩ জুন ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টারের দুই ক্লাব। এফএ কাপের ১৫২ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম দেখা যাবে ম্যানচেস্টার ডার্বি। আর এই ডার্বি জিততে ইউনাইটেড সম্ভাব্য সবকিছুই করবে বলে জানান কোচ টেন হাগ, 'আমরা নিজেদের সবকিছু উজাড় করে দেব। আমি যখন বলছি সবকিছু, এর মানে সবকিছুই। শতভাগের বেশি যতটা সম্ভব করা যায়, ততটাই। সমর্থকেরা এই ভরসা রাখতে পারেন। সিটির বিপক্ষে আমরা তা করে দেখাতে চাই, ভক্তদের উপহার দিতে চাই। আশা করি, আমরা নিখুঁত ম্যাচ খেলব।'
প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে অবশ্য অনেকটাই ছিটকে গেছে ইউনাইটেড। তবে লড়াইটা এখন তাদের সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা। তাই এফএ কাপের পাশাপাশি সেখানেও নজর দেওয়ার প্রত্যয় টেন হাগের, 'এর আগে আমাদের অন্য জায়গাতেও মানোযোগ দিতে হবে, শীর্ষ চারে (প্রিমিয়ার লিগে) থাকতে হবে আমাদের।'
Comments