মেসির বার্সায় ফেরা নিয়ে ভাবছেন না আনচেলত্তি

পিএসজির সঙ্গে সম্পর্ক প্রায় শেষ। আগামী মৌসুমে বার্সেলোনার ফেরার গুঞ্জন চড়া। এ মহাতারকাকে ফিরে পেলে নিঃসন্দেহে আরও বিপজ্জনক হয়ে উঠবে কাতালানরা। কিন্তু এসব মোটেও ভাবাচ্ছে না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে। মেসি কিংবা বার্সেলোনা যা ইচ্ছা তাই করতে পারে বলেই মন্তব্য করেন এ ইতালিয়ান কোচ।

জিরোনার মাঠে আগামীকাল মঙ্গলবার লা লিগার ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচের আগে আনচেলত্তির সংবাদ সম্মেলনে উঠে আসে মেসির প্রসঙ্গ। একজন খেলোয়াড় হিসেবে মেসিকে পছন্দ করলেও তার ফেরা না ফেরা নিয়ে কোনো মাথাব্যথা নেই এ কোচের। তবে স্প্যানিশ লিগের জন্য এটা দারুণ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

'মেসি যা খুশি তাই করতে পারে। বার্সেলোনাও। এটা আমার জন্য কোনো সমস্যা না। একজন খেলোয়াড় হিসেবে আমি তাকে পছন্দ করি। স্প্যানিশ লিগের জন্য এটা (মেসির ফেরা) চমৎকার হতে পারে,' মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন নিয়ে এমনটাই বলেন রিয়াল কোচ।

অথচ রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে নিজের প্রথম দফায় এই মেসি অনেক ভুগিয়েছেন আনচেলত্তিকে। তার সেই সময়ের দুই মৌসুমেই লা লিগার শিরোপা জিতে নেয় মেসির বার্সেলোনাই।

এদিকে সাবেক সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজও সামাজিকমাধ্যমে বার্সেলোনার জার্সি গায়ে মেসির সঙ্গে নিজের ছবিতে 'ফেরা' ক্যাপশন লিখে গুঞ্জন বাড়িয়েছেন। স্প্যানিশ গণমাধ্যমেরও জোর দাবি, বার্সেলোনাতেই ফিরছেন মেসি। আলোচনা অনেকটাই এগিয়েছে। বেতন-ভাতায় বিশাল অঙ্কের ছাড় দিয়ে কাতালান ক্লাবে ফিরছেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০২১ সালের গ্রীষ্মের দল-বদলের শেষ মুহূর্তে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করতে পেরে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। লা লিগার আর্থিক নিয়ম-নীতির ফাঁদে পড়ে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি তার। তবে এবারও বাঁধা সেই ফেয়ার প্লে পলিসি। তবে স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ এ নিয়ে লা লিগা কমিটির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে ব্লুগ্রানাদের।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago