রেকর্ডের অপেক্ষা বাড়ল টের স্টেগেনের

রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত এক মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে রায়া ভায়াকানোর মাঠে নেমেছিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে অপেক্ষাটা বেড়েছে তার। ক্লিনশিট ধরে রাখতে পারেননি এ গোলরক্ষক।
বিবর্ণ ফুটবল খেলে বুধবার রাতে রায়া ভায়াকানোর মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। দুই অর্ধে দুটি করে গোল হজম করে তারা। তবে শেষ দিকে একটি শোধ করেন রবার্ট লেভানদোভস্কি।
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আগের ম্যাচে জাল অক্ষত রেখে বার্সার সাবেক গোলরক্ষক ক্লাদিও ব্রাভোকে স্পর্শ করেছিলেন টের স্টেগেন। ২০১৪-১৫ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ২৩ ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছিলেন তিনি। ভায়াকানোর মাঠে ক্লিনশিট ধরে রাখতে পারলে সে রেকর্ড ভেঙে এককভাবে নিজের করে নিতে পারতেন তিনি।
তবে রেকর্ড নিজের করে নেওয়ার জন্য আরও অনেক সুযোগই পাচ্ছেন টের স্টেগেন। লিগে এখন তাদের ম্যাচ বাকি রয়েছে আরও সাতটি। রিয়াল বেতিস ও রিয়াল সোসিয়েদাদ ছাড়া হুমকি হয়ে দাঁড়ানোর মতো দল বলতে গেলে নেই। এছাড়া চারটি ম্যাচ তারা খেলবে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।
তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সবচেয়ে ক্লিনশিট ধরে রাখার রেকর্ডটি চেলসির সাবেক গোলরক্ষক পিটার চেকের। ২০০৪-০৫ মৌসুমে এ জার্মান গোলরক্ষক জাল অক্ষত রেখেছিলেন ২৫ ম্যাচে। সে রেকর্ডও নিজের করে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে টের স্টেগেনের সামনে।
Comments