ঠাসা সূচি নিয়ে অভিযোগ রিয়াল কোচেরও

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্রামের জন্য মাত্র দুই দিন সময় পাচ্ছে ম্যানচেস্টার সিটি। এমন ঠাসা সূচি নিয়ে অভিযোগ করেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। এবার তার সঙ্গে সূর মিলিয়ে অভিযোগ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও।
আজ রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। আর বুধবার রাতে তাদের প্রতিপক্ষ রিয়াল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছিলেন সিটি কোচ। তবে চ্যাম্পিয়ন্স লেগের প্রথম লেগে রিয়ালও এমন দুই দিনের বিশ্রাম নিয়ে নেমেছিলে বলে জানান আনচেলত্তি।
সিটির ম্যাচটি একদিন আগে হলে তাদের জন্য ভালো হতো বলে মনে করে এ কোচ, 'পেপ গার্দিওলা ঠাসা সূচি নিয়ে অভিযোগ করেছেন। তবে প্রথম লেগের ম্যাচটি আমরাও কম বিশ্রাম নিয়ে খেলেছিলাম। এবার তাদের পালা। এমন সূচি অবশ্যই আদর্শ নয়। সবার জন্যই ম্যাচ অনেক বেশি। রোববারের পরিবর্তে শনিবার খেললে তাদের জন্য ভালো হতো এবং তাদের অভিযোগ ঠিক আছে।'
এরপর প্রথম লেগে নিজেদের ম্যাচটি নিয়ে অভিযোগের সূর তোলেন এ ইতালিয়ান, 'আমি জানি না, কেন প্রথম লেগে আমাদের বুধবারে না খেলে মঙ্গলবারে খেলতে হয়েছিল। সব কোচই সূচি নিয়ে এত অভিযোগ করে, ভবিষ্যতে এসব নিয়ে অবশ্যই কিছু করা উচিত।'
আগের দিন লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে রিয়াল। লিগ আগেই হাতছাড়া হয়ে যাওয়ায় দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বেঞ্চ থেকে শুরু করার সুযোগটা নিয়েছেন আনচেলত্তি। করিম বেনজেমাকে তো স্কোয়াডেই রাখেননি। তাতে স্বাভাবিকভাবেই দ্বিতীয় লেগের ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে রিয়াল।
সবমিলিয়ে সিটির বিপক্ষে জয় তুলে নিতে দারুণ আত্মবিশ্বাসী রিয়াল কোচ, 'বুধবারের দল নিয়ে পরিষ্কার ধারণা আমার আছে। কোনো সংশয়ই নেই (কারা খেলবে)। আমরা দারুণ আত্মবিশ্বাসী। আমার বেঞ্চ অনেক শক্তিশালী, এই ধরনের ম্যাচে যারা বড় অবদান রাখতে পারে। গত বছর বেঞ্চ থেকে আসা ফুটবলাররা আমাদের সহায়তা করেছিল চ্যাম্পিয়ন্স লিগ জিততে।'
Comments