আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যেভাবে অনুপ্রাণিত করেছে ইন্টারকে

চ্যাম্পিয়ন্স লিগে আগের চারটি আসরে তাদের যাত্রা থেমেছে হয় গ্রুপ পর্বে, না হয় দ্বিতীয় রাউন্ডে। এর আগের ছয় বছর তো জায়গাই মিলেনি। সেই ইন্টার এবার সবার আগে কেটেছে ফাইনালের টিকিট। আগের দিন এসি মিলানকে আরও একবার হারিয়েই উঠেছে স্বপ্নের ফাইনালে।
মঙ্গলবার রাতে সানসিরোতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এসি মিলানকে ১-০ গোলে হারায় ইন্টার মিলান। প্রথম লেগে তারা জিতেছিল ২-০ গোলের ব্যবধানে। ফলে ৩-০ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয় নেরারুজ্জিরা।
ফাইনালে জায়গা করে নেওয়ার পর আর্জেন্টিনার বিশ্বকাপ পারফরম্যান্স দেখে নিজেদের অনুপ্রাণিত হওয়ার কথা বলেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার মতো দল হিসেবে খেলার কথা বলেছিলেন সতীর্থদের। তাতেই ইন্টার সাফল্য পেয়েছে বলে দাবি করেন এ ফরোয়ার্ড।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর্জেন্টাইন বলেন, 'ম্যাচ শুরুর আগে আমি সতীর্থদের বলেছিলাম, "আমরা খুব ভালো করছি। তবে দলীয় একতা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমি এটা বিশ্বকাপে দেখেছি। যদি দলটি একত্রিত থাকে এবং একইভাবে এগিয়ে যায়, তাহলে সবকিছুই সহজ হয়ে যায়"'
আগের রাতে মিলানের বিপক্ষে দেওয়া একমাত্র গোলটি এসেছে লাউতারোর কাছ থেকে। মাঝে কিছুটা ছন্দহীন থাকার পর ফের দারুণ খেলছেন এ আর্জেন্টাইন। রয়েছেন একই বছরে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় করার বিরল কীর্তি গড়ার সামনে। ইতিহাসে মাত্র ৯ জন খেলোয়াড় করতে পেরেছেন এমনটা।
'আজ রাতে ইন্টারের জয় প্রাপ্য ছিল। আমরা সবসময় উন্নতির জন্য কাজ করি এবং আমি আমি আমার সেরাটা দিতে চাই। বিশ্বকাপ শেষে আমরা জানতাম আমাদের আরও একটি ফাইনালে ওঠার সুযোগ রয়েছে এবং এখন আমরা সেখানে। প্রতিপক্ষ যেই হোক, ওইটাই হবে শেষ ম্যাচ। আমরা এখানে পৌঁছেছি এবং চাইবো সর্বোচ্চ যতোটা উঁচুতে থেকে শেষ করা যায়,' বলেন লাউতারো।
Comments