লাল কার্ড বাতিল ভিনিসিয়ুসের, বন্ধ ভ্যালেন্সিয়ার স্টেডিয়ামের সাউথ স্ট্যান্ড

শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হলো ভিনিসিয়ুস জুনিয়রের 'বিতর্কিত' সেই লাল কার্ড। ভ্যালেন্সিয়ার মাঠে গত রোববার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড়কে আঘাত করে এই কার্ড দেখেছিলেন তিনি। ফলে মঙ্গলবার রিয়াল মাদ্রিদের হয়ে পরবর্তী ম্যাচে রায়ো ভায়াকানোর বিপক্ষে নামতে কোনো বাধা নেই তার।
একই সঙ্গে শাস্তি দেওয়া হয়েছে ভ্যালেন্সিয়াকেও। মেস্তায়া স্টেডিয়ামের যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছিল, পরবর্তী পাঁচ ম্যাচে জন্য সেই সাউথ স্ট্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি।
এক বিবৃতিতে আগের দিন আরএফইএফ জানিয়েছে, 'আরএফইএফ কম্পিটিশন কমিটি এটা বিবেচনায় নিয়েছে যে, মাঠে সময়ে ঘটনা সামগ্রিকভাবে না নিয়ে রেফারি মূল্যায়ন করেছেন, যা রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। যেহেতু ঘটনার একটি অংশ দেখা থেকে তাকে (রেফারি) বঞ্চিত করা হয়েছিল, তাই সে একপাক্ষিক একটি সিদ্ধান্ত নিয়েছিল।'
গত রোববার লা লিগার ম্যাচে ভালেন্সিয়ার মাঠে ভিনিসিয়ুসের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনায় খেলা বন্ধ থাকে ১০ মিনিটের মতো। ম্যাচের ওই সময়ে হাতাহাতিতে লিপ্ত হয় দুই দলের খেলোয়াড়রা। তখন ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড়ের মুখে ভিনিসিয়ুস আঘাত করায় ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগয়চিয়া।
সেই ম্যাচের ভিএআর রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ভিয়ানুয়েভাকে পরবর্তী লা লিগা ম্যাচের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আরএফইএফ। যদিও এর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তারা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচে দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারায় শাস্তি পেতে হচ্ছে তাকে।
Comments