রোনালদো-দাইয়ি-মেসির পরেই ছেত্রি

জাতীয় দলের জার্সিতে ১৩৮ ম্যাচে ছেত্রির গোল বেড়ে দাঁড়িয়েছে ৯০।
ছবি: টুইটার

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুণ হ্যাটট্রিক করলেন ভারতের সুনিল ছেত্রি। এতে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি। তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাইয়ি ও লিওনেল মেসি।

অভিজ্ঞ স্ট্রাইকার ছেত্রির নৈপুণ্যে সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার উড়ন্ত সূচনা করেছে ভারত। বেঙ্গালুরুতে আসরের 'এ' গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আয়োজকরা। একপেশে লড়াইয়ের প্রথমার্ধে দুবার ও দ্বিতীয়ার্ধে একবার লক্ষ্যভেদ করেন ৩৮ বছর বয়সী তারকা।

ম্যাচের দশম মিনিটে ভারতকে উল্লাসে মাতিয়ে এগিয়ে নেন ছেত্রি। পাকিস্তানের গোলরক্ষকের ভুলে ডি-বক্সের সামনে বল পেয়ে যান তিনি। ফাঁকা জালে বাকি কাজটা সারতে ভুল হয়নি তার। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় ফের জাল কাঁপিয়ে ব্যবধান বাড়ান তিনি।

৭২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ছেত্রি। রেফারি আরেকটি স্পট-কিকের বাঁশি বাজালে তিনিই শট নিয়ে নিশানা ভেদ করেন। তাতে সাফের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

জাতীয় দলের জার্সিতে ১৩৮ ম্যাচে ছেত্রির গোল বেড়ে দাঁড়িয়েছে ৯০। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৮৭ গোল নিয়ে পাঁচ নম্বরে ছিলেন তিনি। ছেত্রির চমৎকার পারফরম্যান্সে পেছনে পড়ে গেছেন মোখতার দাহারি। মালয়েশিয়ার হয়ে ১৯৭২ থেকে ১৯৮৫ সালের মধ্যে ৮৯ গোল করেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে ছেত্রির চেয়ে বেশি গোল আছে মাত্র তিন জনের। তারা হলেন পর্তুগালের তারকা রোনালদো (১২৩), ইরানের সাবেক ফুটবলার দাইয়ি (১০৯) ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মেসি (১০৩)। তাদের পর ১০০ গোলের বিরল মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছে ছেত্রির সামনে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ৯১ ধাপ পিছিয়ে থাকা পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উদন্ত সিং। ৮১তম মিনিটে জাল খুঁজে নেন ২৭ বছর বয়সী উইঙ্গার। ফলে বড় জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে এবারের সাফের স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

2h ago