হ্যাটট্রিক করেও কোচকে খুশি করতে পারেনি এমবাপে

লিওনেল মেসি-নেইমারদের চলে যাওয়ার পর পিএসজির পুরো দায়িত্বটাই এখন কিলিয়ান এমবাপের কাঁধে। তবে দলের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারছেন না তিনি। আগের দিন দারুণ এক হ্যাটট্রিক দলকে এনে দিয়েছেন অসাধারণ এক জয়। কিন্তু তারপরও কোচ লুইস এনরিকের মন ভরাতে পারেননি বিশ্বকাপ জয়ী এই তরুণ।

রাঁসের মাঠে শনিবার রাতে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। তিনটি গোলই আসে এমবাপের কাছ থেকে। নিজের সেরা ছন্দে না থাকলেও এরমধ্যেই লিগ ওয়ানে ১১ ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন এই ফরাসি তরুণ। গোলদাতার তালিকায় শীর্ষেও তিনি।

তবে এমবাপের কাছ থেকেই আরও বেশি কিছু চান কোচ এনরিকে, 'আমি কিলিয়ান এমবাপেকে নিয়ে খুশি নই। গোল নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু সে দলকে অন্যভাবেও সাহায্য করতে পারত। আমি প্রথমে এ নিয়ে তার সঙ্গে কথা বলব। তবে সেটা আমাদের ব্যক্তিগত আলাপই হবে।'

এমবাপের পারফরম্যান্সে কেন খুশি হতে পারেননি তার ব্যাখ্যাও দিয়েছেন এই স্প্যানিশ কোচ, 'কিলিয়ান বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু আমরা আরও চাই। আমরা চাই সে দলের জন্য আরও বেশি করুক। আমার ধারণা, তার উন্নতি সম্ভব। এখনো উন্নতির অনেক ক্ষেত্র আছে, যা তাকে আরও উঁচু স্তরে পৌঁছে দিতে পারে। এটাই আমাদের লক্ষ্য। আমরা দলের খেলায় তার আরও বেশি অংশগ্রহণ চাই।'

এনরিকের মতো ভাবেন এমবাপেও। নিজের আরও উন্নতি করা জায়গা আছে জানিয়ে এ তরুণ বলেন, 'গোল করার জন্য আমার ভালো খেলার প্রয়োজন নেই। আমি যা চাই, তা হলো ভালো খেলতে ও গোল করতে। এভাবেই আমি দলকে যতটা সম্ভব সাহায্য করতে চাই।'

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

49m ago