১৬ বছর বয়সী লামিনের সঙ্গে লেভানদোভস্কির দ্বন্দ্ব!

ম্যাচের ১৮ সেকেন্ড যেতেই গোল হজম করে বার্সেলোনা। এরপর রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে কোনোমতে রক্ষা পায় দলটি। অনেক কষ্টে জয় পেলেও এ ম্যাচে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ৩৫ বছর বয়সী লেভানদোভস্কি।
লামিনে ও লেভানদোভস্কির এই ঘটনা নিয়ে ম্যাচ শেষ হতেই দুটি ভিডিও চিত্র প্রকাশ করে মুভিস্টার। যেখানে দেখা যায় লামিনের সঙ্গে খারাপ অঙ্গভঙ্গি করেছিলেন লেভা। যদিও শেষ পর্যন্ত লেভানদোভস্কির নৈপুণ্যেই জয় মিলে বার্সার। তবে দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণ ব্যাপক সমালোচনা হয়। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিওটি।
মুভিস্টারের প্রকাশিত প্রথম ভিডিওটি যখন ম্যাচ ১-১ গোল ড্র ছিল, ডান প্রান্ত দিয়ে বল নিয়ে শট নেন লামিনে। সে শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তখন লেভা চিৎকার করে বলছিলেন দূরের পোস্টে রাখতে। কিন্তু লামিনে প্রথম পোস্টে রাখায় তা ফেরাতে কোনো সমস্যা হয়নি গোলরক্ষকের। এরপর হাত প্রসারিত করে লেভার দিকে এগিয়ে আসলেও তার অভিবাদন প্রত্যাখ্যান করে দেন লেভা।
একজন তরুণের খেলোয়াড়ের প্রতি এমন আচরণের কারণে স্বাভাবিকভাবেই সমালোচিত হচ্ছেন লেভানদোভস্কি। তবে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো দাবি করেছে, ভিডিও দুটি উলট-পালট করা হয়েছে। দুটি ঘটনা একই সঙ্গে হয়নি।
মুন্দোর দাবি, ভিন্ন একটি কারণে আগে লামিনের অভিবাদন প্রত্যাখ্যান করেছিলেন লেভা। ম্যাচের ৭১ মিনিট ৫৬ সেকেন্ডের সময় সেই ঘটনাটি ঘটে। আর তাকে পাস না দিয়ে প্রথম পোস্টে শট নেওয়ার জন্য লেভা রাগ প্রকাশ করেন ম্যাচের ৭৩ মিনিট ৫৭ সেকেন্ডে। দুই মিনিটের হেরফের। তাও দ্বিতীয় ঘটনাটি মুভিস্টার আগের ঘটনা বলে প্রকাশ করে।
এদিকে এ দুই খেলোয়াড়ের বেশ কিছু ছবিও প্রকাশ করেছে মুন্দো। যার একটি দলের দ্বিতীয় গোল অর্থাৎ স্পটকিক থেকে গোল আদায় করে নেওয়ার পর একই সঙ্গে লামিনের সঙ্গে উদযাপন করেছেন লেভা। ম্যাচ শেষে লামিনের সঙ্গে হাত মিলানোর ছবিও দিয়েছে তারা। এমনকি লামিনের কাঁধে হাত রেখে কিছু একটা বলতেও দেখা গিয়েছে এই পোলিশ তারকাকে।
Comments