তলানির দল আলমেরিয়াও ঘাম ছোটাল বার্সার
পয়েন্ট টেবিলের তলানির দল আলমেরিয়া। লা লিগার এবারের আসরে পর্যন্ত কোনো জয় পায়নি দলটি। সেই দলটি কি-না ঘাম ছুটিয়ে দিল বার্সেলোনার। পিছিয়ে পড়ে দুই দুইবার ম্যাচে ফিরেছিল তারা। যদিও শেষ রক্ষা করতে পারেনি। তবে তাতে বার্সেলোনার দুরবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বুধবার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে আলমেরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি। বার্সার হয়ে জোড়া গোল করেছেন ডিফেন্ডার সের্জি রোবার্তো। অপর গোলটি করেছেন রাফিনহা। আলমেরিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন লিও বাপতিস্তাও ও এডগার গঞ্জালেজ।
তবে বরাবরের মতো মাঝমাঠের দখল রেখেই খেলেছিল বার্সেলোনা। ৬৫ শতাংশ সময় বল ছিল তাদের কাছেই। সব মিলিয়ে ৩০টি শটও নেয় তারা, যার ১৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১০টি শটের মধ্যে ৪টী লক্ষ্যে রাখতে পারে সফরকারী দলটি।
এদিন একচেটিয়া আধিপত্য বিস্তার করে ম্যাচে ৩৩তম মিনিটে এগিয়ে যায় বার্সা। রোনালদ আরাহোর হেড আলমেরিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালে আলগা বল পেয়ে যান রাফিনহা। আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রবার্ত লেভানদোভস্কি। তবে বুদ্ধিদীপ্ত শট নিতে পারেননি। ৪১তম মিনিটে স্বাগতিক শিবির স্তব্ধ করে দেয় আলমেরিয়া। অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাপতিস্তাও। ভিএআরের সিদ্ধান্তে মিলে যায় গোল।
৬০তম মিনিটে রাফিনহার কর্নার থেকে দারুণ এক হেডে ফের বার্সেলোনাকে এগিয়ে দেন রোবার্তো। ১১ মিনিট পর আবারও স্বাগতিকদের স্তব্ধ করে দেয় আলমেরিয়া। ডান প্রান্ত থেকে আরিবাসের নেওয়া ফ্রি কিক থেকে ডি-বক্সে সৃষ্ট জটলায় লাফিয়ে বল হাতে নিতে গিয়ে মিস করেন বার্সা গোলরক্ষক ইনাকি পেনা। আলগা বল পেয়ে লক্ষ্যভেদ করেন গঞ্জালেজ।
৮৩তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সা। আবারও গোল করেন ডিফেন্ডার রোবার্তো। লেভানদোভস্কির ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান এই স্প্যানিশ ডিফেন্ডার।
১৮ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। আলমেরিয়ার সংগ্রহ ১৮ ম্যাচে ৫ পয়েন্ট।
Comments