ঘরের মাঠে ড্র করেও সন্তুষ্ট রিয়াল কোচ

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। কিন্তু তারপরও ইতিহাদ স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফেরার কোনো রেকর্ড নেই তাদের। গত মৌসুমেও সেখানে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোসরা। তাই ঘরের মাঠে লিড নিতে মরিয়া ছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত ড্র হয়েছে দুই দলের লড়াই। তারপরও এই ফলাফলে সন্তুষ্ট রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

তবে ঠিক শতভাগ সন্তুষ্ট আনচেলত্তি, তাও নয়। সংবাদ সম্মেলনে স্পষ্টই বললেন, 'যেটা আমি চেয়েছিলাম অল্প কিছু ব্যবধানে হলেও এগিয়ে থাকতে। কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা লড়াই করেছি এবং আমরা যদি এটা (ইতিহাদ স্টেডিয়ামে) দ্বিতীয় লেগে চালিয়ে যেতে পারি তাহলে আমরা ফাইনালে যেতে পারব।'

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যাচে দারুণ নাটকীয়তা ও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ড্র হয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি। বের্নার্দো সিলভার গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় সিটি। ১০ মিনিট যেতেই রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। এর দুই মিনিট পর স্বাগতিকদের এগিয়ে দেন রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে আরও। আক্রমণের ধার বাড়িয়ে ৬৬ থেকে ৭১ মিনিটের মধ্যে দুটি গোল আদায় করে নেন ফিল ফোডেন ও ইয়াস্কো ভারদিওল। পাঁচ মিনিটের ঝড়ে উল্টো এগিয়ে যায় সিটি। তবে ৭৯তম মিনিটে ফেদে ভালভার্দের অসাধারণ গোলে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি।

তবে ঘরের মাঠের সুবিধাটা শতভাগ আদায় করে নিতে পারেনি রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালেও মুখোমুখি হয়েছিল দলদুটি। বার্নাব্যুতে প্রথম লেগে ড্র করে ইতিহাদে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। সেই স্মৃতি এখনও তরতাজা। তার উপর পরের লেগে দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা আরিলিয়েন চুয়ামিনিকে পাচ্ছে না তারা।

তবে ইতিহাদে এবার ভালো কিছুর প্রত্যাশা করছেন আনচেলত্তি। সেই ম্যাচেও একই দল লড়াই করবে জানিয়ে বলেন, 'প্রশ্ন হচ্ছে নাচো ও মিলিতাওয়ের উপর। অন্যথায় এই দলই থাকবে। এই সমান মাঠে একই ধরণের ঘাস থাকবে। যেটা শুধু থাকবে তা হলো সমর্থকদের সাহায্য পাওয়া। প্রথম লেগের মতোই খেলার চেষ্টা করব। আমরা যা করেছি তাতে আমরা সন্তুষ্ট এবং আমরা ম্যানচেস্টারে একই কাজ করার চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

3h ago