‘সেরা এক জয়’, বলছেন বার্সা কোচ

প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে যেতে পারলেই খুশি থাকে বেশিরভাগ দল। সেদিক থেকে বার্সেলোনা নিজেদের অনেক বেশি এগুনো ভাবতে পারে। পিএসজির মাঠ থেকে তারা যে ফিরছে জয় নিয়ে। দারুণ জয়ের পর উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিতে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।
খেলায় রাফিনিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে পর পর দুই গোলে পিছিয়ে পড়ে বার্সা। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াই পরে আবার দলকে খেলায় ফেরান। শেষ দিকে ক্রিস্টিয়েনসেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাব।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃপ্তি বের হয় জাভির কন্ঠে, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে এটি সেরা এক জয়। তাদের সামলানো কঠিন কারণ যেভাবে তারা চাপ প্রয়োগ করে। কিন্তু আমরা সেটা পেরেছি।'
প্রথম লেগে এগিয়ে থাকলেও কাজটা এখনো শেষ হয়নি। ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগেও কঠিন লড়াই দেখছেন জাভি, 'আমাদের অর্ধেক কাজ হলো। বার্সেলোনার মাঠে খুব কঠিন হবে।'
Comments