কেউ আমাদের উপর আস্থা রাখেনি: গার্নাচো

সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝ পথেই শিরোপা লড়াই থেকে ছিটকে যায় দলটি। কোনোমতে আট নম্বর স্থানে থেকে আসর শেষ করে তারা। সেই দলটিই কিনা দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নিয়েছে। একই সঙ্গে ক্লাবটির সমালোচকদের কড়া জবাব দিয়েছে দলটি।

শনিবার রাতে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যানচেস্টারের লড়াইয়ে দুর্দান্ত খেলেছেন আলেহান্দ্রো গার্নাচো। তার গোলেই গিয়ে যায় ইউনাইটেড। এরপর কবি মাইনুর গোলেও অবদান ছিল তার।

ম্যাচশেষে বিবিসিতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে এই আর্জেন্টাইন তরুণ বলেন, 'এটা অবিশ্বাস্য। কেউ আমাদের উপর আস্থা রাখেনি। কিন্তু আমরা একটি একটি দল এবং আমরা ঐক্যবদ্ধ। আমরা এমনভাবে লড়াই করেছি যেন, এটা আমাদের জীবনের শেষ ম্যাচ।'

ইউনাইটেডের বর্ণহীন মৌসুমে আলো ছড়িয়েছেন গুটি কয়েক তরুণ। গার্নাচোর সঙ্গে কবি মাইনু অন্যতম পারফরমার। এই তরুণের উচ্ছ্বসিত প্রশংসাই করেন গার্নাচো, 'মাইনু অবিশ্বাস্য। সে আমাদের সেরা খেলোয়াড় এবং সর্ব কনিষ্ঠ। আমরা ভালো বন্ধু এবং তার জন্য আমি খুশি।'

ইংলিশ লিগে অনেক দিন থেকেই চলছে ম্যানচেস্টার সিটির রাজত্ব। সবশেষ ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ইউনাইটেড। তবে গত আসরে লিগ কাপ জয়ের পর এবার এফএ জিতে কিছুটা আত্মবিশ্বাসী দলটি।

আগামী মৌসুমে তাই ভালো কিছুর প্রত্যাশা করছেন গার্নাচো, 'উত্থান আর পতন নিয়ে খুব একটি মৌসুম ছিল। সামনের দিকে তাকানোর জন্য কেবল এই একটি ব্যাপারই ছিল। আমরা জানতাম, আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এই ম্যাচের প্রস্তুতি ছিল অসাধারণ। আমরা দেখিয়েছি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে পারি।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

14h ago