ফের ক্যানসেলোকে দলে টানার চেষ্টায় বার্সা

গত মৌসুমে ধারে বার্সেলোনায় খেলেছিলেন জোয়াও ক্যানসেলো।

গত মৌসুমে ধারে বার্সেলোনায় খেলেছিলেন জোয়াও ক্যানসেলো। মৌসুম শেষ হতেই ফিরে গিয়েছিলেন নিজের ক্লাব ম্যানচেস্টার সিটিতে। এবার মৌসুমের শুরুতে তাকে ফের দলে নেওয়ার তেমন হাঁকডাক না শোনা গেলেও শেষ দিকে চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো।

স্কোয়াডকে শক্তিশালী করতেই ক্যানসেলোকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বার্সেলোনা। যদিও গত কয়েকদিন থেকে আলমেরিয়ার প্রতিশ্রুতিশীল ফুল-ব্যাক এবং সাম্প্রতিক অলিম্পিক চ্যাম্পিয়ন মার্ক পুবিলকে দলে টানা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে দুটি ফুল-ব্যাক পজিশনই শক্তিশালী করতে চাইছে কাতালানরা। তাই তাদের অগ্রাধিকার ক্যানসেলোকে ফিরিয়ে আনা।

তবে বার্সেলোনার জন্য কাজটা এবার সহজ হবে না। কারণ ক্যানসেলোকে নেওয়ার চেষ্টায় চাপ দিচ্ছে সৌদি আরবের ক্লাবও। তাকে পাকাপাকিভাবে চায় তারা। সিটিও চায় ধারে নয়, এই পর্তুগিজ ডিফেন্ডারকে বিক্রি করে দিতে। তবে বার্সার বিশ্বাস ফের তাকে ধারে দলে নিতে সক্ষম হবে। পাশাপাশি একটি ক্রয়ের বিকল্প যা খুব বেশি নয়।

বার্সেলোনার বর্তমান দলে এক ঝাঁক তরুণ তারকা রয়েছে। তাই অভিজ্ঞতার বিষয়টিও ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। ক্যানসেলোর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের উপর বিশ্বাস রাখতে চায় দলটি। শিরোপাহীন একটি মৌসুম কাটানোর পর এবার তারা বেশ কঠিন চ্যালেঞ্জেই পড়তে যাচ্ছে। কারণ এবার শক্তি আরও বাড়িয়েছে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাতোলেতিকো মাদ্রিদ।

মূলত সিটির সঙ্গে ভালো সম্পর্কের কারণে ক্যানসেলোকে পাওয়ার আশা করছে বার্সা কর্তৃপক্ষ। গত মৌসুমে সিটি থেকে বার্সায় যাওয়া ইকাই গুন্দোগানকে ফিরিয়ে নেওয়ার কাজ করছে সিটিজেনরা। বার্সা এই জার্মান মিডফিল্ডারকে বিনামূল্যেই ছেড়ে দিতে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

25m ago