উয়েফা থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন রোনালদো

ক্যারিয়ারে অনেক কীর্তিই গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারজন্য পুরস্কারও পেয়েছেন অনেক। এবার তার ঝুলিতে যোগ হতে যাচ্ছে আরও একটি বিশেষ পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা স্কোরার হওয়ার কারণে তাকে বিশেষ সম্মাননা দেবে উয়েফা।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে রোনালদোকে পুরস্কৃত করার বিষয়টি জানায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৮৩টি ম্যাচে ১৪০টি গোল করেছেন রোনালদো।

আগামী বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিত হবে নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। প্রথমবারের মতো এবার ৩৬ দল নিয়ে হবে এই আসর। লিগ পর্বের ড্র সম্মানিত করা হবে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ডকে।

এ প্রসঙ্গে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এক বিবৃতিতে বলেছেন, 'উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিযোগিতায় তার অসাধারণ গোলগুলো সময়ের পরীক্ষায় দাঁড়ানোর জন্য নির্ধারিত বলে মনে হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অতিক্রম করার জন্য একটি অসাধারণ চ্যালেঞ্জ তৈরি করেছে।'

২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় রোনালদোর। বাছাই পর্বে একটি গোল করে শুরু হয় তার যাত্রা। এরপর ২০০৩ সালে ইউনাইটেডে যোগ দেন। সেখানে অবশ্য গোলের জন্য অপেক্ষা করতে হয় চার বছর। ২০০৭ সালে রোমার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে গোল পান। পরের বছর ইউনাইটেডে এই শিরোপা জয়ের স্বাদও পান তিনি।

সবমিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রোনালদো। বাকি চারটি পেয়েছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে জিতে নেওয়ার পর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে জিতে নেন টানা তিনবার।

চ্যাম্পিয়ন্স লিগ যুগে (১৯৯২ সাল থেকে) ফাইনালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও রোনালদোর। ৪টি গোল দিয়েছেন তিনি। তবে এর পূর্ব সংস্করণ ইউরোপিয়ান কাপের ফাইনালে ৭টি গোল করে এই রেকর্ডের মালিক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো ও ফেরেঙ্ক পুসকাস।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by Arakan Army, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

2h ago