বায়ার্নের মুখোমুখি বার্সা, রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে অন্যরকম একটি দ্বৈরথ তৈরি হয়েছে বার্সেলোনার। নতুন নিয়মের ড্রতেও শুরুতে মুখোমুখি হবে দলদুটি। এছাড়া আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও লড়বে বার্সা। গতবারের ফাইনালিস্টদের বিপক্ষে লড়বে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। এছাড়া ইংলিশ ক্লাব লিভারপুলের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

মোনাকোয় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় নতুন আসরের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। নতুন নিয়মের এই ড্রয়ে কিছু অংশ হয় ম্যানুয়ালি এবং বাকিটা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। এই ড্র অনুষ্ঠানে ছিলেন ফুটবল বিশ্বের দুই তারকা খেলোয়াড় জিয়ানলুইজি বুফন ও ক্রিস্তিয়ানো রোনালদো।

বিগত আসরগুলো থেকে এবার চ্যাম্পিয়ন্স লিগে বদলে গেছে অনেক কিছুই। দল বেড়েছে, বেড়েছে ম্যাচের সংখ্যা। পাশাপাশি বেড়েছে অর্থ পুরস্কারের পরিমাণও। একই সঙ্গে বদলে গেছে ড্রয়ের ধরণও। এবার থাকছে না কোনো গ্রুপ পর্ব। ড্রতে কেবল নির্ধারিত হয়েছে প্রতিটি দল অন্য কোন আটটি দলের বিপক্ষে খেলবে। অন্যান্য বছর প্রতিটি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে দুইবার লড়াই করে। প্রথম পর্বে লড়বে কেবল একবারই।

গতবারের চ্যাম্পিয়ন রিয়াল ঘরের মাঠে লড়বে ডর্টমুন্ড, এসি মিলান, সলজবার্গ এবং স্টুটগার্টের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ লিভারপুল, আতালান্তা, লিলে এবং ব্রেস্ত। যেখানে বায়ার্ন, আতালান্তা, ইয়ং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। আর ডর্টমুন্ড, বেনফিকা, এস্ত্রেল্লা রোজা ও মোনাকোর আতিথেয়তা নেবে দলটি।

পিএসজির মাঠে গিয়ে খেলবে ২০২২-২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এছাড়া জুভেন্তাস, স্পোর্টিং লিসবন ও স্লোভান ব্রাতিসলাভার মাঠে গিয়েও খেলবে দলটি। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান, ক্লাব ব্রুস, ফেয়েনুর্দ এবং স্পার্তা প্রাগ। রিয়াল ছাড়া বায়ার লিভারকুসেন, লিলে ও বোলোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ লাইপজিগ, এসি মিলান, পিএসভি ও জিরোনা।

বার্সার মাঠে অ্যাওয়ে ম্যাচ ছাড়াও শাখতার দোনেস্ক, ফেয়েনুর্দ এবং অ্যাস্টন ভিলার মাঠে খেলবে বায়ার্ন। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পিএসজি, বেনফিকা, ডায়নামো জাগরেব এবং সলজবার্গ। গতবারের ফাইনালিস্ট বরুশিয়া খেলবে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সা ও রিয়ালের বিপক্ষে। তবে বার্সার বিপক্ষে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে তারা। এছাড়া শাখতার, সেল্টিক ও স্টুর্ম গ্রাজএও আতিথেয়তা দেবে তারা। রিয়াল ছাড়া ব্রুস, জাগরেব ও বোলোনিয়ার মাঠে গিয়ে খেলবে দলটি।

অ্যাতোলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে প্রতিপক্ষ লাইপজিগ, লিভারকুসেন, লিলে এবং ব্রাতিসলাভা। পিএসজি, বেনফিকা, সলজবার্গ এবং স্পার্তা প্রাগের মাঠে খেলবে তারা। ম্যানসিটি ও অ্যাতোলেতিকো ছাড়া ঘরের মাঠে পিএসভি ও জিরোনার বিপক্ষে খেলবে পিএসজি। এছাড়া বায়ার্ন, আর্সেনাল, সলজবার্গ এবং স্টুটগার্টের মাঠে গিয়ে খেলবে দলটি। জুভেন্তাসের ঘরের মাঠে প্রতিপক্ষ ম্যানসিটি, বেনফিকা, পিএসভি ও স্টুটগার্ট। অ্যাওয়ে ম্যাচে লাইপজিগ, ক্লাব ব্রুস, লিলে ও অ্যাস্টন ভিলার মাঠে খেলবে তারা।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

1h ago