গোলের সামনে লেভানদোভস্কিই সেরা খেলোয়াড়: বার্সা কোচ

চলতি মৌসুমে কি দারুণ ছন্দেই না আছেন রবার্ট লেভানদোভস্কি। কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের আসরেও করেছেন জোড়া গোল। এদিন তো প্রথমার্ধেই করেছেন হ্যাটট্রিক। তার এমন জাদুকরী ছন্দে এই পোলিশ তারকার উচ্ছ্বসিত প্রশংসাই করেছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। গোলের সামনে লেভানদোভস্কিকেই সেরা খেলোয়াড় বললেন এই জার্মান কোচ।

রোববার এস্তাদিও দে মেন্দিজোরোজায় লা লি লিগার ম্যাচে দিপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। প্রথম ৩২ মিনিটের মধ্যেই গোল তিনটি করেন লেভানদোভস্কি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে এরমধ্যেই করে ফেলেছেন ১২টি গোল।

ম্যাচ শেষে ফ্লিক সাংবাদিকদের বলেন, 'গোলের সামনে (লেভানদোভস্কি) আমার জন্য সেরা খেলোয়াড়। এই সময়ের মধ্যে এতগুলো গোল করা আশ্চর্যজনক... আমি সত্যিই খুব খুশি এবং আপনি দেখতে পাচ্ছেন যে সে শতভাগ ফিট, এই মুহূর্তে সবচেয়ে নিখুঁত।'

লেভানদোভস্কির পাশাপাশি তার সতীর্থরাও খেলেছেন দারুণ। প্রথম তিন গোলের দুটির অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। অপরটি এরিক গার্সিয়ার। তাই অন্যান্য শিষ্যদেরও প্রশংসা করেন এই কোচ, 'আমি লেভির জন্য খুশি কিন্তু অন্য সতীর্থরাও তাকে খুব (ভালোভাবে) সমর্থন করছে।' 

ভিতোরিয়াতে আলাভেসের বিপক্ষে হ্যাটট্রিকটি বার্সার হয়ে লেভানদোভস্কির তৃতীয় হ্যাটট্রিক। এর আগে বায়ার্ন মিউনিখের জার্সি পরে ২০টি হ্যাটট্রিক করেছিলেন তিনি। তারও আগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়েছে করেছেন চারটি। সবমিলিয়ে ক্লাব পর্যায়ে ২৭টি হ্যাটট্রিক হলো এই পোলিশ তারকার।

মায়োর্কার বিপক্ষে আধা ঘন্টার মধ্যে লিওনেল মেসির তিন গোলের পর বার্সার জন্য এটাই দ্রুততম হ্যাটট্রিক। এছাড়াও ১৯৫৪ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের শুরুর ২৮ মিনিটে তেজাদার তিনটি গোল করেছিলেন। এবং ২০০৮ সালে আলমেরিয়ার বিপক্ষে ২৪ মিনিটে স্যামুয়েল ইতো করেছিলেন হ্যাটট্রিক।

ম্যাচ শেষে লেভানদোভস্কি বলেন, 'আমি অনেক ভালো পাস পেয়েছি এবং তাই আমার পক্ষে গোল করা সহজ হয়েছে। আজ প্রথমার্ধের আমরা প্রথম মিনিট থেকেই ভালো খেলেছি, আমরা আক্রমণ করতে চেয়েছিলাম এবং গোল করতে চেয়েছিলাম। আপনি যদি প্রথমার্ধে তিনটি গোল করেন তবে দ্বিতীয়ার্ধে আপনি সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে খেলতে পারবেন।'

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF projects 5.4% growth for Bangladesh economy in FY26

The latest forecast is close to the government’s projection of 5.5 percent growth for FY26.

56m ago