ওলমোর নিবন্ধন নিয়ে জটিলতা, বিপদে বার্সেলোনা

বড় ধাক্কাই খেল বার্সেলোনা। দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করানোর পরিকল্পনায় করা ক্লাবটির আপিল প্রত্যাখ্যান করে দিয়েছে বার্সেলোনার বাণিজ্যিক আদালত ১০।  ক্লাবটি এখন উচ্চ আদালতে আপিল করবে। তাতে সফল না হলে আরও একটি আপিলের পথ খোলা থাকবে। কিন্তু হাতে সময় মাত্র চার দিন! সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

তবে আদালতের এই প্রত্যাখ্যানটি বিস্ময়কর ছিল বার্সেলোনার জন্য। কারণ একই পদ্ধতিতে গাভির ক্ষেত্রে সফল হয়েছিল তারা। কিন্তু এবার অ্যাথলেতিক বিলবাও, সেভিয়া এবং অ্যাথলেতিকো মাদ্রিদের মতো বেশ কয়েকটি ক্লাব আপত্তি তোলে এবং ভিন্ন মনোভাব দেখা যায় লা লিগার পক্ষ থেকেও। আদালতে লা লিগা তাদের আইনজীবীসহ হাজির হয়, ২০২৩-এর জানুয়ারিতে এমনটা হয়নি। যা বার্সেলোনার প্রতিকূল রায়ের কারণ হয়ে দাঁড়ায়।

এদিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করাতেই হবে বার্সেলোনাকে। অন্যথায় জানুয়ারিতে বিনামূল্যে ছেড়ে দিতে হবে তাদের। ভিক্তরের জন্য খরচ কম (প্রায় ৩ মিলিয়ন ইউরো) হলেও ওলমোকে তারা কিনেছে বিশাল অঙ্ক খরচ করে। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে আরবি লাইপজিগ থেকে তাকে পেতে ৬২ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি।

জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর উচ্চ আদালতে আপিল করবে বার্সেলোনা। সেখানে তাদের আপিল প্রত্যাখ্যান করলে পরবর্তী আপিলের আর সুযোগ থাকছে না। সেক্ষেত্রে তাদের সামনে একটি পথই খোলা। তা হলো 'প্ল্যান বি', অর্থাৎ আরও একটি 'লিভার' বা অর্থনৈতিক পরিকল্পনা তৎক্ষণাৎ সক্রিয় করা। যা ১:১ নিয়ম পূরণ করতে সাহায্য করবে এবং এই দুই খেলোয়াড়কে খেলা চালিয়ে যেতে দেবে।

গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের সাধারণ সভায় 'প্ল্যান বি' অনুমোদিত হয়। যেটা হলো স্পটিফাই ক্যাম্প ন্যুয়ের ভিআইপি আসনগুলো বিক্রি করে দেওয়া। প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন ইউরো সংগ্রহের পরিকল্পনা থাকলেও, একটি কাতারি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে আগামী ২০ বছরে ১২০ মিলিয়ন ইউরো আয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন লুইস মিগুয়েলসানজ এবং আলবার্ট মাসনাউ।

আর এই পরিমাণ অর্থ ওলমো ও ভিক্টরের নিবন্ধন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ফিনান্সিয়াল ফেয়ার প্লে মেনে চলার জন্য যথেষ্ট। একই সঙ্গে পেদ্রি এবং গাভির চুক্তি নবায়ন করতে পারবে ক্লাবটি। এমনকি শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোনো খেলোয়াড় স্বাক্ষর করানোর সম্ভাবনাও উন্মুক্ত থাকবে, যদিও আপাতত ক্লাবের ক্রীড়া ব্যবস্থাপনার পরিকল্পনায় নেই বিষয়টি।

এই গ্রীষ্মে ওলমোকে কেনার পর নানা জটিলতায় নিবন্ধন যখন সম্ভব হয়নি, তখন ক্লাবের একাধিক খেলোয়াড়ের ইনজুরি পথ খুলে দিয়েছিল। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চোটে পরে লম্বা সময়ের জন্য ছিটকে গেলে ৩১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী নিবন্ধনের অনুমতি দেয় লা লিগা। কিন্তু এরমধ্যেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টেনসেন, তাই ওলমোর পাকাপাকি নিবন্ধন জরুরী হয়ে উঠেছে। 

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

4h ago