আন্তনিকে ধারে বেতিসে পাঠাচ্ছে ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু খেলোয়াড়কে নিজের পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন কোচ রুবেন আমোরি। তাদের মধ্যে ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা আন্তনি অন্যতম। তবে পাকাপাকিভাবে না হলেও আপাতত তাকে ধারে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে পাঠাচ্ছে ইংলিশ ক্লাবটি।

ফুটবল ট্রান্সফারের বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চুক্তির শর্তাবলী চূড়ান্ত করতে দুই পক্ষ আলোচনায় ব্যস্ত। তবে চুক্তিতে স্থায়ীভাবে আন্তনিকে কেনার কোনো অপশন থাকবে না বেতিসের জন্য। পাশাপাশি তার বেতনের একটি অংশ বহন করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

২০২২ সালে আয়াক্স থেকে ৮৬ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে আন্তনিকে কিনে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে পারেননি এই ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন, যেখানে কেবল তিনটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

মূলত পারফরম্যান্স ঘিরে সমালোচনা শুরু হওয়ায় ওল্ড ট্রাফোর্ড থেকে আন্তনির সরে যাওয়ার গুঞ্জনও জোরালো হতে থাকে। বেতিসই হতে যাচ্ছে সম্ভাব্য গন্তব্য। যদিও এর আগে তাকে গ্রিক জায়ান্ট অলিম্পিয়াকোসের সঙ্গেও আলোচনা চলছিল। তবে স্পেনেই তার নতুন অধ্যায় শুরু হতে পারে। মৌসুমের বাকি অংশ বেতিসের হয়ে খেলবেন তিনি।

একসময় সাও পাওলোর হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং আয়াক্সে তার অসাধারণ সাফল্যের কারণে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে পরিচিতি পান আন্তনি। তবে ইউনাইটেডে নিজের সেই সুনাম ধরে রাখতে ব্যর্থ হন তিনি। বেতিসের সঙ্গে এই চুক্তি তার জন্য নতুন করে নিজেকে প্রমাণের এবং নিজের জায়গা পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ হতে পারে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

1h ago