এমবাপের পারফরম্যান্সে রোমাঞ্চিত আনচেলত্তি

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে শুরুতে ঠিক মানিয়ে নিতে পারেননি কিলিয়ান এমবাপে। যে কারণে সমালোচনাও ছাড়েনি তাকে। তবে দ্রুতই মানিয়ে নিয়েছেন এই ফরাসি তারকা। আগের দিনও দলের জয়ে করেছেন জোড়া গোল। তাতে বেজায় খুশি রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লা লিগার ম্যাচে লাস পালমাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে এককভাবে লা লিগায় শীর্ষে উঠেছে দলটি। দলের জয়ে ৩৬ মিনিটের মধ্যেই জোড়া গোল করেন এমবাপে। পেতে পারতেন হ্যাটট্রিক। বিতর্কিত এক সিদ্ধান্তে বাতিল হয় তার একটি গোল।
সবমিলিয়ে এমবাপের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট কোচ আনচেলত্তি। পিএসজি থেকে স্প্যানিশ রাজধানীতে এসে ধীরগতিতে শুরু করলেও এমবাপের উপর আস্থা হারাননি এই ইতালিয়ান' (এমবাপে) বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে, তিনি এই পজিশনে খেলতে পারেন।'
করিম বেনজেমা রিয়াল ছাড়ার পর সে অর্থে দলে কোনো সেন্টার ফরোয়ার্ড নেই। এমবাপেকেই খেলাচ্ছেন এই পজিশনে। এমনকি উইংয়ের চেয়ে ফরোয়ার্ড হিসেবেই এই ফরাসি ভালো খেলেন বলে মনে করেন আনচেলত্তি, 'তিনি একজন দুর্দান্ত স্ট্রাইকার, যিনি মাঝখানে খেললে আরও ভালো করেন। কারণ এই পজিশনে তিনি তার অসাধারণ গতি ও টেকনিকের সুবিধা পুরোপুরি নিতে পারেন।'
বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে ৫-২ গোলে হারের পর ঘরের মাঠে সমর্থকদের বিদ্রূপ সহ্য করতে হয়েছে রিয়ালকে। কারণ কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যদিও শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় পায় তারা। তবে কঠিন একটি সপ্তাহ পেরিয়ে লাস পালমাসের বিপক্ষেও শুরুতে ধাক্কা খায় দলটি। ম্যাচের মাত্র ২৫ সেকেন্ডেই গোল হজম করেছিল তারা।
তবে অনুপ্রাণিত এমবাপের নেতৃত্বেই ঘুরে দাঁড়ায় রিয়াল। তাতে লিগের শীর্ষস্থানও পুনরুদ্ধার করে তারা। যা আশাবাদী করেছে আনচেলত্তিকে, 'কঠিন সময়ে আত্মসমালোচনা করা এবং ইতিবাচক থাকা খুবই গুরুত্বপূর্ণ। সমালোচনা থাকে, কিন্তু সমালোচনাও অনেক ধরনের হয়। সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের বিদ্রূপ আমাদের আহত করেছিল, কারণ তারা খুশি ছিল না।'
'তবে এটি একটি প্রয়োজনীয় জাগরণের মতো কাজ করেছে। দল ভালো পারফরম্যান্স করেছে। ফুটবল এমনই, তবে আমি কিছুটা বিভ্রান্ত, কারণ অনেকেই বলেছে আমরা খুব বাজে ফুটবল খেলি। কিন্তু আমরা এখনো লা লিগার শীর্ষে আছি,' যোগ করেন এই ইতালিয়ান কোচ।
২০ রাউন্ড শেষে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা গেতাফের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় শীর্ষস্থান থেকে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে।
Comments