'ম্যানইউ সমর্থকরা গার্নাচোকে ভালোবাসে'

শেষ ম্যাচে বড় কোনো অঘটন না ঘটালে ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার একদম কাছাকাছি চলে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নকআউট পর্বে আলেহান্দ্রো গার্নাচো ও মার্কাস র‍্যাশফোর্ডের খেলা নিয়ে সন্দেহ রয়ে গেছে। কারণ শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এ দুই খেলোয়াড়ের ইউনাইটেড ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে রেঞ্জার্সের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের পর ইউনাইটেড কোচ রুবেন আমোরি বলেছেন যে, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে (৩ ফেব্রুয়ারি) কী ঘটবে তা তিনি জানেন না।

ইউনাইটেডের বেশ কয়েকজন খেলোয়াড়কে ঘিরে গুঞ্জন চলছে। এর মধ্যে ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তনি ধারে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে যোগ দিয়েছেন। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছেন গার্নাচো ও র‍্যাশফোর্ড। যেখানে আবার র‍্যাশফোর্ডকে মাঠেও উপেক্ষা করেছেন ইউনাইটেড কোচ।

গার্নাচো অবশ্য খেলার সুযোগ পাচ্ছেন। চার ম্যাচের মধ্যে তৃতীয়বারের মতো শুরুর একাদশে ছিলেন তিনি এবং আগের দিন দুই বার গোলের খুব কাছাকাছিও পৌঁছেছিলেন এই আর্জেন্টাইন। এটি হতে পারত তার ২৮ নভেম্বরের পর প্রথম গোল।

তবে গার্নাচোকে বিক্রি করলে কিছু খেলোয়াড় আনার অর্থ পাওয়া যাবে, যারা কোচের সিস্টেমে মানানসই হবে। তবে এখনই এসব নিয়ে ভাবছেন না আমোরি, 'এখন তারা অন্য কোনো ম্যানেজারের খেলোয়াড় নন, তারা আমার খেলোয়াড়। ক্লাবের বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি। কোনো কিছু করার আগে আমাদের বুঝতে হবে কীভাবে আমরা এই পরিস্থিতিতে এসেছি।'

চেলসি ও নাপোলি ২০ বছর বয়সী গার্নাচোতে আগ্রহ প্রকাশ করেছে। চেলসির একটি প্রস্তাবের খবর রটেছে, যা আনুমানিক ৬০ মিলিয়ন পাউন্ড হতে পারে—যা ইউনাইটেড চাইছে।

গার্নাচোর প্রশংসা করে বললেন, 'গার্নাচো আজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সে খেলার প্রতিটি দিকেই উন্নতি করছে। আজ সে ভেতরে এবং বাইরে, দুই জায়গায় খেলায় ভালো ছিল। সে পজিশন বদলাতে এবং পুনরুদ্ধার করতে উন্নতি করেছে। কখনও কখনও তার হতাশা দেখা যায় এবং এটি ভালো, কারণ সে আরও চায়। তার খেলায় প্রতিটি পরিস্থিতিতে আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।'

২০২০ সালে অ্যাতোলেতিকো মাদ্রিদ থেকে যোগ দেওয়া গার্নাচো ২০২২ সালে প্রথমবার ইউনাইটেডের হয়ে অভিষেক হয় এবং এখন পর্যন্ত ১১৮টি ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন। এই মৌসুমে ৩২টি ম্যাচে করেছেন ৮টি গোল।

ইউনাইটেডের পরবর্তী হোম ম্যাচ ট্রান্সফার উইন্ডোর বন্ধ হওয়ার ঠিক আগের দিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। তাহলে কি ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের কাছ থেকে তিনি বিদায় নিচ্ছিলেন? ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিন্যান্ড বলেন, 'সমর্থকরা তাদের অনুভূতি খুব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছিলেন। তারা তাকে ভালোবাসে। সে এমন একজন খেলোয়াড় যে আপনাকে রোমাঞ্চিত করে।

'আমি মনে করি না, সে এই বিদায় চাচ্ছে। আমার মনে হয় না সে বলছে, "আমি যেতে চাই।" কিন্তু সিস্টেম তার বিপক্ষে কাজ করছে। আমোরি সরাসরি উইঙ্গার ব্যবহার করেন না, তাই তার সেরা দিকগুলো দেখা যায় না। এটাই মূল কারণ হতে পারে যেকারণে তারা হয়তো প্রস্তাব শুনছে।'

Comments

The Daily Star  | English
Graft allegations against Benazir Ahmed

Interpol issues red notice against ex-IGP Benazir

Authorities have so far submitted red notices requests against 12 individuals, including several high-ranking officials of the AL regime

21m ago