ফিফা বিশ্বকাপ ২০২২

স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তায় আর্জেন্টিনা কোচ

নভেম্বর-ডিসেম্বরে এবার বিশ্বকাপ হওয়াতেই বোধহয় গোলমালটা লেগেছে। বিশ্বকাপ শুরুর দিন দশেক বাকি থাকতেও চলছে ক্লাব ফুটবলের অনেক খেলা। আর তাতে চোটেও পড়ছেন কয়েকজন।
lionel scaloni

নভেম্বর-ডিসেম্বরে এবার বিশ্বকাপ হওয়াতেই বোধহয় গোলমালটা লেগেছে। বিশ্বকাপ শুরুর দিন দশেক বাকি থাকতেও চলছে ক্লাব ফুটবলের অনেক খেলা। আর তাতে চোটেও পড়ছেন কয়েকজন। আর্জেন্টিনা যেমন খেসারত দিল জিওভানি লো সেলসোকে হারিয়ে। সাদিও মানেকে নিয়ে শঙ্কায় আছে সেনেগাল। ফিটনেস ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের আর না খেলাতে ক্লাবগুলোর কাছে তাই অনুরোধ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতেও ফিটনেসের হিসাব নিকাশ করছেন তিনি।

গত রোববার ভিলারিয়ালের হয়ে খেলার সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লো সেলসো। সেরে উঠতে রীতিমতো অস্ত্রোপচার দরকার তার। রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা আর টটেনহ্যাম হটস্পারর ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরাও আছেন ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে।

আর্জেন্টিনার এক টেলিভিশনকে স্কালোনি বলেছেন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার আগে তিনি খেলোয়াড়দের ফিটনেস যাচাই করবেন, সেজন্য যতটা সময় পর্যন্ত অপেক্ষা করা যায় তা করবেন।

খেলোয়াড়রা কেউ যাতে শেষ মুহুর্তে আর চোটে না পড়েন সেজন্য ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন আর্জেন্টিনা কোচ, 'আমরা ক্লাবগুলোর সঙ্গে আলাপ করেছি। অনুরোধ করেছি শতভাগ ফিট না ছাড়া খেলোয়াড়দের যেন নামানো না হয়। ক্লাবগুলো একটু আগেভাগে তাদের ছেড়ে দিতে পারে কিনা সেই আলাপও করছি।'  

স্কালোনির অনুরোধই হয়ত রেখেছে স্প্যানিস ক্লাব রিয়াল সোসিয়েদাদ। বুধবার লা লিগার ম্যাচে আলহান্দ্রো গোমেস ও মার্কোস আকুনাকে খেলাননি সেভিয়ার আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি।

ব্রাজিল, ফ্রান্সসহ বেশ কয়েকটি দল স্কোয়াড ঘোষণা করলেও এখনো আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাকি আছে। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিওনেল মেসিদের বিশ্বকাপ।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

10m ago