‘শেষ সময়ে ম্যাচ জেতাতে পারে রোনালদো’
ফুটবল মাঠে সময়টা একেবারেই ভালো কাটছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। তার ওপর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সঙ্গে দ্বন্দ্বের জেরে শিরোনাম হয়েছেন বারবার। তবে এমন কঠিন সময়ে সতীর্থদের ঠিকই পাশে পাচ্ছেন পর্তুগিজ অধিনায়ক। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বার্নার্দো সিলভা মনে করছেন এমন খেলোয়াড় দলে থাকলে তার সুবিধা নিতেই হবে।
১৯১ ম্যাচে ১১৭ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তবে গোলবারের সামনের সেই ক্ষুরধার সিআর সেভেনের দেখা মিলছে না অনেকদিন ধরেই। ম্যানইউর জার্সিতে চলতি মৌসুমে মাত্র তিনবার পেয়েছেন জালের দেখা। জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে বেশ মলিন রোনালদো, সর্বশেষ ১০ ম্যাচের মাত্র দুটিতে পেয়েছিলেন গোল।
ফিফা ওয়েবসাইটকে সিলভা বলেন, 'বাস্তবতা হলো যখন আপনার ক্রিস্তিয়ানোর মতো একজন খেলোয়াড় থাকবে এটা স্বাভাবিক কখনো কখনো আপনি তার জন্য খেলবেন কারণ শেষ সময়ে সে আপনাকে ম্যাচ জেতাতে পারবে। যখন এমন খেলোয়াড়রা আপনার দলে থাকবে আপনার সেটার সুবিধা নিতে হবে। যদিও আমি একমত যে তাদের ওপর আপনি অতিরিক্ত নির্ভর করতে পারবেন না কারণ সেটা দলের ভারসাম্য নষ্ট করবে। কিন্তু যদি আমরা এটা ঠিক রাখতে পারি, ক্রিস্তিয়ানোর দলে থাকাটা আমাদের জন্য শক্তিশালী অস্ত্র হবে।'
এখন পর্যন্ত সাতটি বিশ্বকাপে অংশ নেওয়া পর্তুগাল কখনোই জিততে পারেনি সর্বোচ্চ মর্যাদার সোনালী ট্রফি। ১৯৬৬ সালে তৃতীয় হওয়াটাই তাদের সর্বোচ্চ সাফল্য। তবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা কাতারেও সঙ্গী সিলভাদের, 'এটা সব বাচ্চার স্বপ্ন, ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা, এটা অবশ্যই এমন একটা স্বপ্ন যেটা আমারা সবাই দেখি কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ এগোবো কারণ আমি মনে করি কোন চ্যাম্পিয়নশিপ জেতার এটাই সেরা উপায়, সেটা ক্লাবের জন্য হোক বা আপনার দেশের জন্য।'
কাতার বিশ্বকাপে এইচ গ্রুপে লড়বে পর্তুগাল। আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন রোনালদো-সিলভারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আরও রয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
Comments