চমকহীন তিউনিসিয়ার বিশ্বকাপ দল

সাম্প্রতিক সময়ে ঘুড়িয়ে ফিরিয়ে যাদের খেলিয়েছেন তাদের নিয়েই কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন তিউনিসিয়ার কোচ জালেল কাদরি। মন্ডের কেবাইয়েরকে ছাঁটাইয়ের পর নতুন কোচ হিসেবে কাদরিকে বদল করা হলেও একই পদ্ধতিতে খেলছে দলটি।

স্কোয়াড ঘোষণার জন্য ফিফার বেঁধে দেওয়া শেষ দিনে সোমবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কাদরি। এ বছরের আফ্রিকা কাপ অফ নেশনস কোয়ার্টার ফাইনালে এবং ২০১৯ সালের সেমিফাইনালে ওঠা দলের খেলোয়াড়দের নিয়েই মূলত গঠিত হয়েছে দলটি।

দলে রয়েছেন হানিবল মেজব্রি, আইসা লাইদুনি, ওমর রেকিক, ইয়ান ভ্যালেরি, চাইম এল জেবালি এবং আনিস বেন স্লিমানের মতো তরুণরা। চোটের কারণে ২০১৮ বিশ্বকাপ মিস করলেও এবার খেলবেন ৩২ বছর বয়সী অধিনায়ক ইউসেফ মাসাকনি।

আগামী ২২ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে তিউনিসিয়া। এরপর ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও ৩০ নভেম্বর ফ্রান্সের মুখোমুখি হবে দলটি।

তিউনিসিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আয়মেন দাহমেন (সিএস স্ফ্যাক্সিন), বেচির বেন সাইদ (ইউএস মোনাস্টির), মুয়েজ হাসেন (ক্লাব আফ্রিকান), আয়মেন মাথলুথি (এটোয়েল সাহেল)

ডিফেন্ডার: আলি আবদি (কেন), ডিলান ব্রন (সালারনিটানা), মোহাম্মদ ড্রেগার (এফসি লুজার্ন), নাদের ঘান্দ্রি (ক্লাব আফ্রিকান), বিলেল ইফা (কুয়েত এসসি), ওয়াজদি কেচরিদা (অ্যাট্রোমিটোস), আলী মালউল (আল আহলি), ইয়াসিন মেরিয়া (এসপারেন্স), মনতাসার তালবি (লরিয়েন্ট);

মিডফিল্ডার: মোহাম্মদ আলী বেন রমধনে (এস্পেরেন্স), গাইলেন চালালি (এস্পেরেন্স), আইসা লাইদুনি (ফেরেনকভারস), হানিবাল মেজব্রি (বার্মিংহাম সিটি), ফেরজানি সাসি (আল দুহাইল), ইলিয়াস খিরি (এফসি কোলন);

ফরোয়ার্ড: আনিস বেন স্লিমানে (ব্রন্ডবি), সেফেদ্দিন জাজিরি (জামালেক), ইসাম জেবালি (ওডেনসে), ওয়াহবি খাজরি (মন্টপেলিয়ার), তাহা ইয়াসিন খেনিসি (কুয়েত এসসি), ইউসেফ মাসাকনি (আল আরাবি), নাইম স্লিতি (আল ইত্তেফাক)।

Comments

The Daily Star  | English

Iran says 'main target' of attack that hit Israel hospital was military site

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

15h ago