আর্জেন্টিনার ক্যাম্পে ঢুকতে না পেরে ক্ষোভ আগুয়েরোর

কাগজে কলমে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে হেরে বিস্ময়ের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তেদের ফুটবল অ্যাসোসিয়েসনের সমালোচনা করলেন দেশটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সের্জিও আগুয়েরো। তবে প্রথম ম্যাচে হারের জন্য নয়, সাবেক ম্যানচেস্টার সিটি তারকা ক্ষেপেছেন তাকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে প্রবেশ করতে না দেওয়ায় কারণে।
বিশ্বকাপ মিশন শুরুর আগে সাবেক সতীর্থদের শুভকামনা জানাতে চেয়েছিলেন আগুয়েরো। তবে অনুশীলন ক্যাম্পে প্রবেশের জন্য তার অনুপতিপত্রের ব্যবস্থা করতে পারেনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েসন। মঙ্গলবার এক লাইভ ইউটিউব ভিডিওতে নিজের ক্ষোভ প্রকাশ করেন আকাশী নীলদের হয়ে ১০১ ম্যাচে ৪১ গোল করা আগুয়েরো।
২০২১ কোপা আমেরিকাজয়ী দলের এই সদস্য সৌদি ম্যাচের প্রাক্কালে বলেন, 'আমি এখনও আর্জেন্টিনা দলের সঙ্গে দেখা করিনি। দেখা যাক কি হয়, সবকিছু একটু অদ্ভুত। ভিতরে (ক্যাম্পে) প্রবেশ করতে অনুমতিপত্রের প্রয়োজন হয়... এটা শুনতে অদ্ভুত লাগে যে এটার ব্যবস্থা করতে তিন থেকে চারদিন লাগে।'
দলের ভিতরের কারো হস্তক্ষেপেই এমনটা হতে পারে বলেও সন্দেহ আগুয়েরোর, 'তারা যদি চায় আমি ভিতরে না যাই, এটা ঠিক আছে, কিন্তু সেটা আমার মুখের ওপর বলো। আমি কখনই কারও মনে আঘাত দেইনি, সবসময়ই ভালো ব্যবহার করেছি। হয়ত ভিতরের কিছু মানুষ আমার কোন একটা কথা পছন্দ করেনি। আমার সেসব মনেও নেই।'
অন্য অনেককে ভিতরে প্রবশের অনুমতি দেওয়া হলেও তার প্রতি বৈষম্য করা হয়েছে বলে ধারণা সাবেক ফরোয়ার্ডের, 'আমি প্রশ্ন করলে তারা আমাকে বলল সিদ্ধান্ত ওপর থেকে এসেছে, কিন্তু আমি দেখেছি অন্য মানুষদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আমি আর্জেন্টিনা দলের সঙ্গে আগেও থেকেছি ও তারা খুব দ্রুত অনুমতির ব্যবস্থা করে।'
Comments