কাতার বনাম সেনেগাল: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

জমে উঠেছে কাতার বিশ্বকাপ। কঠিন সমীকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি গ্রুপে। শুক্রবার দুই আন্ডারডগ সেনেগাল-কাতারের লড়াই হতে পারে বেশ আকর্ষণীয়। সবদিক বিবেচনায় এই ম্যাচের ফেভারিট আফ্রিকানরাই। তবে ছেড়ে কথা বলবে না স্বাগতিকরাও।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
শুক্রবার, ২৫ নভেম্বর, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা
কোথায়?
আল থুমামা স্টেডিয়াম, দোহা
নজরে থাকবেন যারা
সেনেগালের ভালো করতে আক্রমণে নিখুঁত হতে হবে বোলায়ে দিয়া, ইসমাইলা সারদের। মাঝমাঠে ইদ্রিসা গে, নামপালিস মেন্ডিদেরও সুযোগ তৈরি করে যেতে হবে প্রথম ম্যাচের মতো।
আলমোয়েজ আলি ভালো করলে বাড়বে স্বাগতিকদের ধার। তবে ঘুরে দাঁড়াতে সম্মিলিতভাবে জ্বলে উঠার বিকল্প নেই কাতারের।
সম্ভাব্য লাইন আপ
সেনেগাল: (৪-৩-৩): মেন্ডি (গোলরক্ষক), কৌলিবালি, দিয়ালো, সিসে, সাবালি, মেন্ডি, গে, এনদিয়ায়ে, দিয়াত্তা, দিয়া, সার
কাতার: (৩-৫-২) বারশাম (গোলরক্ষক), খৌকি, সালমান, আবদেলকরিম, মিগুয়েল, হাইদোস, হাতেম, বৌদিয়াফ, হোমাম, আলি, আফিফ
প্রেডিকশন
হার দিয়ে আসর শুরু করায় কিছুটা ব্যাকফুটে থাকবে দুদলই। তবে কাগজে কলমে ও বিশ্বমঞ্চের অভিজ্ঞতার বিচারে এগিয়ে সেনেগালই। কাতারি রক্ষণকে কঠিন পরীক্ষা দিতে হতে পারে তেজদ্বীপ্ত আফ্রিকান আক্রমণের সামনে।
সম্ভাব্য স্কোর:
সেনেগাল ২-১ কাতার
অন্যান্য পরিসংখ্যান
১) বিশ্বকাপ তো বটেই, প্রথমবারের মতো সেনেগাল ও কাতার একে অপরের মুখোমুখি হচ্ছে।
২) উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। স্বাগতিকরা ইকুয়েডরের কাছে ২-০ ব্যবধানে এবং একই ব্যবধানে নেদারল্যান্ডসের কাছে হেরেছে সেনেগাল।
৩) ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে লক্ষ্যে শট নিতে ব্যর্থ কাতার।
৪) আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে আগের তিনটি মোকাবেলায় জয়হীন ইরান, আলজেরিয়ার কাছে দুবার হেরেছে এবং মিশরের সঙ্গে ড্র করেছে।
৫) বিশ্বকাপের নয়টি ম্যাচে সেনেগালের একমাত্র ক্লিনশিট ২০০২ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের জয়। সেটা তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচও ছিল।.
৬) ২০ বছর আগে জাপান ও দক্ষিণ কোরিয়াতে নিজেদের প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে বিশ্বকে চমকে দিয়েছিল। এরপর রাশিয়া ২০১৮-এ গ্রুপ পর্বে জাপানের কাছে ফেয়ার প্লে টাইব্রেকারে বাদ পড়েছিল দলটি।
৭) ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর দ্বিতীয় দল হিসেবে কাতার আয়োজক হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে।
৮) ফেলিক্স সানচেজ সপ্তম স্প্যানিয়ার্ড যিনি বিশ্বকাপে স্পেন ছাড়া অন্য কোনো দেশের কোচের দায়িত্ব পালন করছেন।
Comments