ক্রোয়েশিয়া বনাম কানাডা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্টরা কাতারে শুরুটা করতে পারেনি মনমতো। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তারা করেছে ড্র। এদিকে কানাডাও প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে শেষ পর্যন্ত হয়েছে হতাশ। তাই আজ জয় ছাড়া অন্য কোন কিছুই মাথায় থাকছে না দুই দলের। 

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

রোববার, ২৭ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ১০টা

কোথায়?

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, আল রাইয়ান

নজরে থাকবেন যারা

চলতি আসরে এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেনি ক্রোয়েশিয়া। কানাডা ম্যাচে আন্দ্রেজ ক্রামারিচ, নিকোলা ভ্লাসিচ, ইভান পেরিসিচদের মাঠে নামতে হবে গত ম্যাচের ভুল শুধরে। মদ্রিচকেও বিশ্বমঞ্চে আরও একবার প্রমাণ করতে হবে নিজেকে।

আলফানসো ডেভিস, জোনাথন ডেভিস, তাজন বুকাননকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিনিশিংটা করতে হবে ঠিকঠাক। এছাড়া মাঝমাঠে স্টিফেন ইউস্ট্যাকিউও, আতিবা হাচিনসনদেরও রাখতে হবে ভূমিকা।

সম্ভাব্য লাইন আপ

ক্রোয়েশিয়া: (৪-৩-৩): লিভাকোভিচ (গোলরক্ষক), গার্দিওল, লোভরেন, জুরানোভিচ, সোসা, মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, ক্রামারিচ, ভ্লাসিচ 

কানাডা: (৩-৪-৩) বোরজান (গোলরক্ষক), মিলার, ভিটোরিয়া, জনস্টন, ডেভিস, ইউস্ট্যাকিও, হাচিনসন, লারিয়া, লারিন, ডেভিড, বুকানন

প্রেডিকশন

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ক্রোয়েশিয়াই। তবে বেলজিয়াম ম্যাচের মতো আক্রমণের ধারা বজায় রাখলে চমকে দিতে পারে কানাডাও। 

সম্ভাব্য স্কোর:

ক্রোয়েশিয়া ২-১ কানাডা

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপ তো বটেই, এর আগে কখনোই মুখোমুখি হয়নি ক্রোয়েশিয়া ও কানাডা।

২) কনকাকাফ অঞ্চলে শীর্ষে থেকেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। অন্য যে কোনো দলের চেয়ে গোল দিয়েছে বেশি এবং হজমও করেছে কম।

৩) নিজেদের শেষ ১৭টি ম্যাচে ক্রোয়েশিয়ার একমাত্র পরাজয় ছিল জুনে নেশন্স লিগে অস্ট্রিয়ার কাছে ৩-০ ব্যবধানে। বাকি ১৬ ম্যাচের ১১টি জয় ও ৫টি ড্র।

৪) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় না পাওয়া তিন আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ক্রোয়েশিয়াকে।

৫) কানাডা বিশ্বকাপে খেলা তাদের চারটি ম্যাচই হেরেছে। এমনকি এখন পর্যন্ত কোনো গোলও করতে পারেনি।

৬) বিশ্বকাপে একমাত্র বলিভিয়া নিজেদের প্রথম পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল না পেলে তাদের স্পর্শ করবে কানাডা।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago