পিএসএলের ড্রাফটে সাকিব-লিটনসহ বাংলাদেশের সাত ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)'র ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস, পেসার তাসকিন আহমেদ, সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ সাত ক্রিকেটার।
পাকিস্তানের গণমাধ্যম সামা স্পোর্টস জানায়, পিএসএলের আগামী আসর খেলতে আগ্রহী বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে নাম পাঠিয়েছেন, সাকিব, লিটন, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান ও ইবাদত হোসেন।
তবে পিএসএল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ড্রাফটের তালিকা প্রকাশ না করায় খেলোয়াড় সংখ্যা বাড়তে পারে। ড্রাফটে থাকা খেলোয়াড়দের নিয়ে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ড্রাফট অনুষ্ঠান। সেখানেই বোঝা যাবে শেষ পর্যন্ত কতজন বাংলাদেশি ক্রিকেটার ফ্যাঞ্চাইজি আসরটিতে খেলবেন।
আগামী বছর ৯ ফ্রেব্রুয়ারি শুরু হবে পিএসএলের অষ্টম আসর। ছয় দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবে ১৯ মার্চ।
পিএসএলের ঠিক আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হওয়ার কথা। বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ৫ জানুয়ারি। আসরটি শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। অর্থাৎ সুযোগ পেলে বিপিএল শেষ করেই পিএসএল খেলতে যেতে পারেন সাকিব-লিটনরা।
Comments