‘বিড়ালের বাচ্চার মিঁউ শব্দ আমার কাছে শ্রেষ্ঠ মিউজিক’
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরের জাহানারা খানম মুক্তা এলাকার মানুষের কাছে 'বিড়ালের মা' নামে পরিচিত।
নিজের ভাড়া ফ্ল্যাটের মুখোমুখি তিন কক্ষের আরেকটি ফ্ল্যাটের পুরোটাই তিনি রেখেছেন বিড়াল পালনের জন্য। বিড়ালের থাকা-খাওয়াসহ সবকিছু নিজ হাতেই তদারকি করেন মুক্তা। স্বামীর মৃত্যুর পর কন্যাদের সঙ্গে থাকতে আমেরিকায় চলে যেতে হচ্ছে তাকে। তাই দত্তক দিতে চান প্রিয় বিড়ালগুলোকে। ইতোমধ্যে তার ৮০টি বিড়ালের অর্ধেক তিনি বিভিন্ন জনকে দিয়ে দিয়েছেন বলে জানান মুক্তা।
Comments