ঢাবির ৭ কলেজের ভর্তি পরীক্ষা ১১টায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের 'কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের' ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টায় ইডেন মহিলা কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ কলেজে ৯ হাজার ৭০৩ আসনের জন্য আবেদন করেছেন ৩৮ হাজার ৬৪৪ শিক্ষার্থী।
সরকারি ৭ কলেজের পাশাপাশি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেন্ট্রাল উইমেনস কলেজ ও শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Comments