সিলেটে স্বস্তির বৃষ্টি

দেশজুড়ে যখন তাবদাহ, তখন গত শুক্রবার থেকে সিলেটে মাঝে মাঝেই নামছে প্রশান্তির বৃষ্টি। বিগত কয়েকদিনে বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখীও হয়েছে।
সিলেট নগরীতে বৃষ্টি। ছবি: শেখ নাসির/স্টার

দেশজুড়ে যখন তাবদাহ, তখন গত শুক্রবার থেকে সিলেটে মাঝে মাঝেই নামছে প্রশান্তির বৃষ্টি। বিগত কয়েকদিনে বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখীও হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটে আবারও বৃষ্টি নামে। এ সময় নগরীর জনজীবন স্থবির হয়ে গেলেও স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন সন্ধ্যা ৬টা থেক রাত ৯টা পর্যন্ত সিলেট নগরীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৩ মিলিমিটার বা এর অধিক বৃষ্টিপাতকে 'মাঝারি ধরণের ভারি' বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

সিলেটের আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাস বলছে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টা এ অঞ্চলের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। এ সময় বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হবে, হতে পারে শিলাবৃষ্টিও।

সিলেটে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি।

Comments